অবৈধভাবে পরিবহনকালে গর্জন চিড়াইকাঠ বোঝাই মিনি কাভার্ডভ্যান আটক।গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক মো:অাব্দুল মালেক,রেঞ্জ কর্মকর্তা,শহর রেঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় মো:সোলায়মান হোসেন,সহযোগী রেঞ্জ কর্মকর্তা,শহর রেঞ্জ ও সঙ্গীয় স্টাফসহ এক বিশেষ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার এলাকায় অবৈধভাবে পরিবহন কালে মিনি কাভার্ডভ্যান নং-চট্ট:মেট্টো:ড:-১১-২৪৮০ সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাসী করে বিপুল পরিমান গর্জন চিড়াইকাঠ দেখিতে পাওয়া যায়,যার কোন বৈধ কাগজ পত্র না পাওয়ায় গর্জন চিড়াই কাঠসহ মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত মালামাল চট্টগ্রাম উত্তর বন বিভাগ কার্যালয় প্রাঙ্গনে মজুদ রাখা হয়। বনজ দ্রব্য পরিমাপ করে ৭০৫ টু:=৭৭.৮৪ ঘনফুট গর্জন চিড়াইকাঠ পাওয়া যায়। এ ব্যাপারে চট্টগ্রাম বন অাদালতে মামলা দায়ের করা হয়েছে জনাব এস এম কায়চার,বিভাগীয় বন কর্মকর্তা,চট্টগ্রাম উত্তর বন বিভাগ একের পর এক সফল অভিযান পরিচালনার জন্য অভিযানের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান ।।।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট