নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন “গ্রিন পিস বাংলা” পাবনা জেলা শাখার উদ্যোগে পাবনা জেলার বিশিষ্ট কবি-শিক্ষক ও সমাজ সংস্কারক প্রয়াত কবি ডাঃ
আব্দুল হালিম মাস্টারের কবরের আঙ্গিনায় পাবনা জেলার চাটমোহর উপজেলার কচুগাড়ী জান্নাতুল মাওয়া কবরস্থানে
রবিবার (৬ আগষ্ট ২০২৩ইং) দুপরঃ ০২:৩০ ঘটিকার সময় ফলদ বৃক্ষ (জাতীয় বৃক্ষ আমের গাছ) এর চারা রোপন করা হয়।
বৃক্ষ রোপন করেন প্রয়াত কবি ডাঃ আব্দুল হালিম মাস্টারের সুযোগ্য সন্তান গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখার নির্বাহী সভাপতি-
জনাব অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ।
চারা রোপনের সময়ে অনেকে উপস্থিত ছিলেন, তাদের উদ্দেশ্যে
এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, আজকের চারা কালকের বৃক্ষ!
আমাদের কে ভুলে গেলে চলবেনা যে, আমরা একদিন এই পৃথিবী থেকে বিদায় নেবো!
আমাদের পরবর্তী প্রজন্ম থাকবে, তাদের জন্য পৃথিবীকে বিশ্বস্ত ও বাস যোগ্য করে রেখে যেতে হবে।
তাই বৃক্ষ রোপনের বিকল্প কোন রাস্তা আমি আর কোন দিকে দেখতে পাচ্ছিনা!
আমার নামাজ কালাম আদায় করি ইবাদত হিসেবে আল্লাহর হুকুম হিসেবে।
তেমনি বৃক্ষ রোপনও একটা ইবাদত!
বৃক্ষ রোপন কারী সাদকায়ে জারীয়া হিসেবে মৃর্ত্যুর পরেও সাওয়াব পেতে থাকবে!
তাই আসুন প্রাতিষ্ঠানিক হোক আর সাংগঠনিক হোক বা ব্যক্তিগত ভাবেই হোক অন্তত প্রত্যেকে কমপক্ষে দুটি চারা রোপন করি…
পৃথিবীকে আগামী প্রজন্মের জন্য বিশ্বস্ত ও বাসযোগ্য করতে!
অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ আরোও বলেন-
আজকে আপনার রোপনকৃত বৃক্ষ পরবর্তীতে আগামী প্রজন্মের কাছে আপনাকে তুলে ধরবে!
আপনাকে মহৎ মনের মানুষের কাতারে তুলে ধরবে…
গ্রিনপিস বাংলা তথা আন্তর্জাতিক গ্রিনপিসের কথা জনসমক্ষে তুলে ধরে তিনি আরোও বলেন, আমি ব্যক্তিগত ভাবে চারা রোপন করলেও গ্রিনপিস বাংলা’র ব্যানারে কাজ করে যাচ্ছি… ইনশা আল্লাহ ভবিষ্যতেও এই কাজের গতি ঠিক থাকবে।
পরিবেশ-মানবাধিকার-সম্প্রীতি রক্ষায় আপনাদের সচেতন করতে চাই! আপনাদেরকেও হাতে-হাতে কাধে-কাধ মিলিয়ে কাজ করতে হবে।
আপনারা আপনাদের বাড়ীর আশে-পাশে পরিত্যক্ত জায়গায় বেশি-বেশি গাছ লাগাবেন!
বনজ, ফলদ, ঔষুধী চারা রোপন করবেন।
আমরা ভালো আছি,আরো ভালো থাকতে চাই নির্মল বায়ু সেবন করে!
নির্বাহী সভাপতি তার বক্তব্যে আরো বলেন-
পর্যায়ক্রমে ভাবে পাবনা জেলার ৯টি উপজেলা ১১টি থানায় বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় অন্যান্য প্রতিষ্ঠানে ধারাবাহিক ভাবে বৃক্ষ রোপন করা হবে ইনশা আল্লাহ!
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট