এস এম আকাশঃ চাটমোহর(পাবনা)থেকে-
পাবনা জেলার চাটমোহর উপজেলার রেলবাজারে সোমবার (৭ আগষ্ট ২০২৩ইং) সকালঃ ১১:৩০ ঘটিকার সময় পল্লী চিকিৎসক (ডাঃ) মোঃ গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব ডাঃ এম এ সাত্তার বিলচলনী(এমবিবিএস,পিজিটি (সার্জারী ও অর্থপেডিক্স)সাবেক ডিপুটি ডাইরেক্টর, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী,ঢাকা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সাবেক ডিডি জনাব আলহাজ্ব কবি ডাঃ এম এ মজিদ
অধ্যক্ষ-
চাটমোহর ইনস্টিটিউট অব ইনফরমেশন এন্ড মেডিক্যাল টেকনোলজি,এমডি- বন্ধন ক্লিনিক,চাটমোহর,পাবনা।
পল্লী চিকিৎসক সম্মেলনে শতাধিক পল্লী চিকিৎসক উপস্থিত ছিলেন।
তাদের মাঝ থেকে বক্তব্য রাখেন জনাব মোঃ আব্দুল মান্নান মাস্টার,প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ, মোঃ আব্দুল করিম, মোঃ মনিরুল ইসলাম মনির, মোঃ মজনু মল্লিক।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ এম এ সাত্তার বলেন-
আমরা সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিত করতে চাই।
আমি চাটমোহরের মানুষ হিসেবে সুদীর্ঘ দিন সেবা দিয়ে আসছি, জীবনের বাকি দিনগুলোও মানুষের সাথে মিশে থাকতে চাই ও কাজ করতে চাই!
আমি ওআমার প্রতিষ্ঠান আপনাদেরকে সেবা দিতে সদা প্রস্তত রয়েছি!
বিশেষ অতিথি জনাব আলহাজ্ব ডাঃ এম এ মজিদ বলেন-
আমি পার্শবর্তী সিরাজগঞ্জের উল্লাপাড়ার সন্তান।
আমি চাকুরী জীবনের প্রথম দিকে চাটমোহর এসেছি! আর সেই থেকে আমি চাটমোহরের মানুষের হৃদয়ে মিশে গেছি।
আর সেবার মানসিকা নিয়ে কাজ করতে করতে কখন যে মিশে গেছি তাদের সাথে…
চাটমোহরের লোকেদের সাথে আমার স্বত্বাগত সম্পর্ক মিলে মিশে একাকার হয়ে গেছি।
বন্ধন ক্লিনিক আমার প্রতিষ্ঠান, সকলেই সেবা পাবেন আন্তরিকতার সাথে!
বক্তারা তাদের বক্তব্যে পল্লী চিকিৎসকদের মুল্যায়ন করা প্রয়োজন বলে দাবী দাওয়া তুলে ধরেন!
গুড হেলথ সার্ভিস সেন্টার ও বন্ধন ক্লিনিকে সকল প্রকার রোগের সুচিকিৎসা দেওয়া হবে ইনশা আল্লাহ!
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন-
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, মুলগ্রাম ইউনিয়ন শাখা,চাটমোহর,পাবনা’র সভাপতি বিশিষ্ট কবি
জনাব মোঃ খয়বর হোসেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট