কার্নিশ উর্বশী
প্রকৃতি আজ সাজলো যেনো
নতুন দিনের সাজে
পল্লী মায়ের বুকের বীণায়
ভিন্ন সুর বাজে।
ভোরের শিশির কণা দেখে
ভরে হৃদয় -মন
আবারো আজ আসলো ফিরে
শীতের আলাপন।
স্নিগ্ধ শীতের আবেশে আজ
জুড়ায় যেনো প্রাণ
শিশির কণা ঘাসের ডগায়
ছড়ায় মুগ্ধ গান!
হাজার রঙে রাঙিয়ে মন
ক্লান্ত যেনো দেহ
নতুন বুকে জেগেছে আজ
সবুজ সমারোহ।
নিত্য-নতুন প্রাণে প্রাণে
কতোই আবির্ভাব
তারই সাথে হয়েছে আজ
সখ্যতা আর ভাব।
শীত এসেছে বাংলা জুড়ে
শহর থেকে গাঁয়
চারদিকে আজ ঢাকলো যেনো
হিমেল কুয়াশায়।
সবুজ বনে পাখ-পাখালী
করছে ডাকাডাকি
হাওড় বাওড় ভরে গেছে
দূর অতিথী পাখী।
প্রাণে প্রাণে ভরেছে আজ
কতো-কথার ফুলঝুরি
সুবাস ছড়ায় হৃদয় জুড়ে
শিক্ত-আবেগ সঞ্চারী।
মাতাল হাওয়া বহে ক্ষনে
নেচে উঠে প্রাণ
বদলে গেছে গাঁয়ের ছবি
শীতের আহবান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট