নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন “গ্রিন পিস বাংলা” পাবনা জেলা শাখার উদ্যোগে জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্গত হালিমপুর হিড়িন্দা স্বাধীনের বাগানে বুধবার (৯ আগষ্ট ২০২৩ইং) সকাল: ১১:০০ ঘটিকার সময় ফলদ বৃক্ষ (জাতীয় বৃক্ষ আম গাছ) এর চারা রোপন ও বিতরন করা হয়।
বৃক্ষ রোপন করেন গ্রিন পিস বাংলা, পাবনা জেলা শাখার নির্বাহী সভাপতি বিশিষ্ট কবি ও সাংবাদিক-কলামিস্ট জনাব অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ।
উপস্থিত থেকে বৃক্ষরোপনে অংশ নেন হালিমপুর (হিড়িন্দা)বাজার জামে মসজিদের সভাপতি ও হিড়িন্দা দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য জনাব মোঃ আনিসুর রহমান মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা মোঃ হাসিবুর রহমান হাসিব, হিড়িন্দা বাজার সম্মিলিত ঔষুধ ব্যবসায়ী সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক পল্লী চিকিৎসক জাহাঙ্গীর আলম জাকির, ফৈলজানা ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ রিপন আহম্মেদ, পশু চিকিৎসক মোঃবরকত উল্লাহ, এনজিও কর্মী মোঃ নাহিদ হাসান মিলন, যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম, শ্রমিক নেতা মোঃ আতিকুল ইসলাম, মোঃ নূরে আলম, মোহাম্মদ আলী সরদার সহ আরো
অনেকে।
এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, আবহাওয়া গত কারনে বাংলাদেশ দূর্যোগ প্রবন এলাকাতে রুপান্তরিত হচ্ছে জলবায়ুও পরিবর্তিত হচ্ছে। আমি মনে করি আমাদেরকে বর্তমান সময়ে প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে, কৃষির প্রতি নাগরিকদের সচেতনতা বোধ তৈরী করতে হবে ও দেশে ফলের বাড়তি উৎপাদন
দেশের নাগরিক দায়িত্ব বোধ ও দেশপ্রেম থেকে। এলাকার জন সাধারন এবং প্রকৃত দেশপ্রেমিক জনগনকে সচেতন করতে হবে জোর তাগিদ দিয়ে, বেশি করে যাতে বৃক্ষ রোপন করতে পারে ও বৃক্ষ রোপন করে। কোমলমতি শিক্ষার্থীদের প্রতিও নাগরিক দায়িত্ব বোধের কথা বুঝিয়ে বলেন।
তিনি আরোও বলেন- বৃক্ষরোপনের গুরুত্ব সম্পর্কে আমাদের কে বিষদে জানতে হবে! বৃক্ষ রোপন হলো গুরুত্ব কাজ ও সাওয়াবের কাজ। তিনি বলেন আমাদেরকে প্রকৃতি সমাজ-দেশ, দেশের মানুষজনকে বেশি করে ভালোবাসতে হবে। প্রকৃতি দেশ ও মানুষকে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হবে! আমাদেরকে বৃক্ষ রোপনের মাঝ দিয়ে!
তিনি গ্রিনপিস বাংলা তথা আন্তর্জাতিক গ্রিনপিসের কথা তুলে ধরে আরোও বলেন,পরিবেশ-মানবাধিকার-সম্প্রীতি রক্ষায় তৃনমুল পর্যায় কাজ করে অগ্রনী ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছে গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখা। বর্তমান বর্ষা মৌসুম হলো বৃক্ষ রোপনের উত্তম সময় ! তাই কৃষি জমির আইল সহ বাড়ীর আশে-পাশে পরিত্যক্ত জায়গা ভিটায় বৃক্ষ রোপন করতে হবে।
সকলকে বৃক্ষ রোপনের অনুরোধ করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট