নিজস্ব প্রতিনিধিঃ
আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখার উদ্যোগে আম বৃক্ষের চারা রোপন করা হয়েছে বৃহস্পতিবার (১০ আগষ্ট ২০২৩) জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের পবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে। বৃক্ষ রোপন করেন সংগঠনের পাবনা জেলা শাখার নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ
সঙ্গে উপস্থিত ছিলেন ফৈলজানা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা মোঃ সুজাব উদ্দিন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহেদুল ইসলাম বাবলু সহ অন্যান্য শিক্ষক বৃন্দ এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। দেশের পরিবেশ রক্ষা আন্দোলনে ভূমিকা রাখা সহ প্রাকৃতিক দূর্যোগ থেকে রক্ষা পেতে ফলের চাহিদা পূরন করে বাড়তি উৎপাদন করতে গ্রিনপিস,বাংলা পাবনা জেলা শাখা শতাধিক শিক্ষা প্রতি আমের চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যে ১৫০টি (ফজলী,আম্রপালী, গোপাল ভোগ,ন্যাংড়া সহ) চারা রোপন করা হয়েছে নিম্নবর্নিত প্রতিষ্ঠান সোহাগবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কচুগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, পবাখালী উচ্চ বিদ্যালয়, হিড়িন্দা দাখিল মাদ্রাসা, হালিমপুর বাজার, হিড়িন্দা হাফিজিয়া মাদ্রাসা, হিড়িন্দা ঈদগাহ ময়দান, কচুগাড়ী ঈদগাহ ময়দান, কচুগাড়ী গোরস্থান প্রাঙ্গন, হালিমপুর স্বাধীনের বাগান, সরকার বিজনেস ফার্ম, মনোয়ারা হালিম কাব্যকুঞ্জে।
ব্যক্তি পর্যায়েও কিছু চারা বিতরন করা হয়েছে।
এছাড়াও প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রী (অনার্স)কলেজ, ইউনুস আলী ডিগ্রী কলেজ, ফৈলজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, শরৎগঞ্জ টিএ উচ্চ বিদ্যালয়, চিকনাই উচ্চ বিদ্যালয়, চাটমোহর টেকনিক্যাল কলেজ, এমএ মাহমুদ বিএম কলেজ সহ আরো বিভিন্ন
প্রতিষ্ঠানে আরো ৩৫০ টি চারা রোপনের পরিকল্পনা রয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট