ষ্টাফ রিপোটায় এম বাদল খন্দকার
সরাইলের হাফিজ হত্যা মামলায় আসামী ৩ ভাই গ্রেফতার। ব্রাক্ষনবাড়ীয়া জেলা সরাইল উপজেলা হাফিজ উদ্দিন(৪৭) হত্যা মামলায় এজাহার ভুঔ আসামী ৩ ভাই গ্রেফতার করেছে র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র ্যাব। সন্ধ্যা এ ৩ ভাই কে সরাইল থানায় হস্তান্তর করেন র ্যাব।১৩ আগষ্ট রোজ রবিবার বিকালে গ্রেফতারকৃত তিন আসামীকে আদালতে মাধ্যমে জেলহাজতে প্রেরন করেন বিড্গ আদালত। বিষয় টি নিশ্চিত করেছেন তদন্তকারী কমকর্তা বাবুল হোসেন।উল্লেখ্য গত ৯ মে সরাইল উপজেলার হরিপুর গ্রামের হরিপুর গ্রামে মুূদিদোকানে চুরি নিয়ে সালিশের জেরে ৪ আগষ্ট হাফিজকে এলোপাতাড়ি কোপেয়ে জহম করেন, পরে হাফিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসধীন অবস্থা রাত ১২ টা দিগে তিনি মারা যান।এ ঘটনায় তার স্ত্রী শাহানা আক্তার পরদিন ১১ জনের নাম উল্লেখ সহ অড্গাত করে ক’জনের বিরুদ্ধে হত্যা মামলায় করেন।গ্রেফতারকৃত আসামীগন হলেন, রায়হান (২৫) সাইফুল (২৭)এবং তফসির (৩০) কে ময়মনসিংহ জেলা দুগাপুর থেকে গ্রেফতার করে র ্যাব ৯ এর সদস্যরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট