যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজন মারা
মৃত্যু। গেছেন। এ নিয়ে জেলায় রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে।
রবিবার (১৩ আগস্ট) রাতে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে মারা যান তিনি।
মৃতের নাম সাবু বিশ্বাস। তিনি সদর উপজেলার বাউলিয়া গ্রামের বাসিন্দা।
সিভিল সার্জন বিপ্লব কান্তি বিশ্বাস সোমবার (১৪ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৬৫১ জন। এর মধ্যে মোট সুস্থ হয়েছেন ৫৮১ জন। যশোরের চারটি সরকারি হাসপাতালে মোট ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট