নিজস্ব প্রতিনিধি
শ্রীনগরে পানিশূন্য ইছামতি খালে ব্রীজ নীর্মাণ,খাল রক্ষায় ভালো কোন পদক্ষেপ। শ্রীনগরের বাড়ৈখালী শ্রীধরপুর ও সিরাজদিখানের শেখরনগর পাউসার এলাকার মধ্য দিয়ে চলমান ইছামতী খালের উপর নির্মান করা হচ্ছে ব্রীজ।পূর্বেও পাউসার এলাকার সাথে যোগাযোগের জন্য বাড়ৈখালী বাজার ও পাউসার গ্রামের মাঝ বরাবর সাধনা ব্রীজ নির্মান করা হয়। যার সুফল ভোগ করছেন দুই উপজেলার লোকজন।যদি খাল বা পানিই না থাকে তবে সরকারের এত অর্থ ব্যয় করে ব্রীজ নির্মান হবে অনেকটা অর্থহীন।পর্যাপ্ত পরিমান পানিহীন খালটির দখল নিয়েছে কচুরিপানা।মৃত খাল হয়ে পরে রয়েছে আমাদের ঐতিহ্যবাহী ইছামতি। কৃষক,কৃষি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় খাল টির সংস্কার জরুরি হয়ে পড়লেও ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট