সংবাদদাতা এস এম মনি সরকার পাবনা থেকেঃ
দেশের অন্যান্য স্থানের ন্যায় পাবনাতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস’২৩ পালিত হয়েছে। পাবনার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান,এনজিও ও রাজনৈতিক দলগুলো নানা ধরনের কর্মসূচীর মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। পাবনার বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান অনন্য সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সকাল ৭.৩০ ঘটিকায় অনন্য সেন্টার, ঢাকা রোড, শালগাড়িয়া, পাবনায় সংস্থার গভর্নিং বডির সদস্য মোঃ আতিয়ার হোসেন শোক দিবসের কালো পাতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করে দিবসের সূচনা করেন। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও কর্মময় জীবনের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয় এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনী শেষে বঙ্গবন্ধুর স্মৃতিচারন করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর আত্মজীবনী, তার রাজনৈতিক আদর্শ, ভাষা আন্দোলন, ৬৬ সালের গণঅভুত্থান এবং স্বাধীনতা যুদ্ধে তার কালজয়ী ও বলিষ্ঠ নেতৃত্ব সম্পর্কে আলোকপাত করেন। বক্তারা আরো বলেন যে, বঙ্গবন্ধু না হলে আজ আমরা স্বাধীনতা লাভ করতে পারতাম না কিন্তু দুঃখ জনক হলেও সত্য যে, বিপথগামী উচ্চাভিলাসী কিছু সেনা অফিসার ও ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধু ও তার পরিবারের সসদ্যদেরকে নৃশংসভাবে হত্যা করে, যাহা পৃথিবীর জঘন্যতম হত্যাকান্ডের মধ্যে একটি এবং ইতিহাসে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সংস্থার গভর্নিং বডির সদস্য মোঃ আতিয়ার হোসেন বঙ্গবন্ধুর জীবনী সম্পর্কে স্মৃতিচারন করে সকলকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরন করে দেশ ও জাতির কল্যানে নিবেদিতভাবে কাজ করার পরামর্শ প্রদান ও তার কর্মময় জীবনীর উপর বিভিন্ন ধরনের লেখনী চর্চা করার পরামর্শ প্রদান করেন। অতপরঃ ১৯৭৫ সালে ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের যে সকল সদস্য শাহাদাৎ বরণ করেন তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
এরপর মাসব্যাপী কর্মসূচী পালনের অংশ হিসেবে বৃক্ষ রোপন ও বৃক্ষ বিতরন, সকাল ১০.০০ ঘটিকার সময় গভর্নিং বডির সদস্য মোঃ আতিয়ার হোসেনের নেতৃত্বে সংস্থার প্রধান কার্যালয় ও পাবনা সদর শাখার সকল ষ্টাফদের সমন্বয়ে র্যালী নিয়ে জেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয় এবং বেলা ১২.০০ ঘটিকার সময় গরীব, অসহায়, এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরন করা হয়।
অনন্য সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক গৃহীত মাসব্যাপী উক্ত কর্মসূচীসমূহে অন্যান্য’র মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক সেলিম আহমেদ, সংস্থার অডিট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র প্রোগ্রাম অফিসার পলাশ চন্দ্র পাল, এরিয়া-১ এর এরিয়া ম্যানেজার মোঃ তোফাজ্জল হোসেন ও এরিয়া-২ এর এরিয়া ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম, হেড অফ আই.টি মোঃ সজীবুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুস সাত্তার শিপলু, হিসাব বিভাগের কর্মকর্তা লিটন কুমার কুন্ডু, প্রশাসন বিভাগের কর্মকর্তা হাসনাত জামিল প্রান্ত সহ প্রধান কার্যালয় ও পাবনা সদর শাখায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট