কলকাতার প্রতিনিধি- আসাদ আলী
মফস্বল বাংলা আকাদেমির সাহিত্য বাসর |
গত ১৩/০৮/২০২৩ তারিখ রবিবার বৈকাল ৩ টা হইতে ৬ টা পর্যন্ত নদীয়ার রানাঘাট আনুলিয়ায় মফস্বল বাংলা আকাদেমির দপ্তরে তথা হরিসাধন জোয়ারদার মহাশয়ের বাড়িতে এক সুন্দর কবি সম্মেলন ও কবিতা পাঠের আসর সুসম্পন্ন হলো মফস্বল বাংলা আকাদেমির প্রতিষ্ঠাতা ও সম্পাদক হরিসাধন জোয়ারদার মহাশয়ের পরিচালনা ও সঞ্চালনায়। সভাপতিত্ব করেন প্রবীণ কবি ও ক্ষেত্র গবেষক অচ্যুত প্রামাণিক। মফস্বল বাংলা আকাদেমি বেশ কিছু গুণীজনদের এই অনুষ্ঠানে সম্মাননা প্রদান করেন সুন্দর ও সুদৃশ্য মেমেন্টো দিয়ে ‘চিরন্তন’ ও ‘বসুন্ধরা’ সম্মাননা প্রদান করা হয় কবি ও সাংবাদিক আসাদ আলী ও মহম্মদ মফিজুল ইসলাম মহাশয়কে। এছাড়াও ‘চিরন্তন’ সাহিত্য সম্মান প্রদান করা হয় যথাক্রমে মৈনাক প্রামাণিক, সমীর কুমার ঘোষ, ড. পিউলী মুখার্জী, পাপিয়া বন্দোপাধ্যায়, সন্তু ভক্ত দেরকে। কবিতা পাঠ করেন- গৌরাঙ্গ কৃষ্ণ দে, আসাদ আলী, মহম্মদ মফিজুল ইসলাম, সুভাষ চন্দ্র চক্রবর্তী, গৌতম শর্মা, বরুণ মন্ডল, সমীর কুমার ঘোষ, অচ্যুত প্রামাণিক, পাপিয়া বন্দোপাধ্যায়, রীতা সাহা, আশীষ রায় প্রমুখ। গান করেন- অঞ্জন বিশ্বাস।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট