শ্রীনগর,মুন্সিগঞ্জ প্রতিনিধি
ধারাবাহিক নিউজের প্রথম পর্ব
শ্রীনগর মদনখালী রাস্তার কাজ না করেই ঠিকাদার লাপাত্তা চরম ভোগান্তিতে স্বাধারণ মানুষ
শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন এর মদনখালী রাস্তার চলমান কাজ ফেলে ঠিকাদার লা পাত্তা।মদনখালী ব্রীজ হতে চুড়াইন বাজার অবধি প্রায় ৩ কিঃ মিঃ রাস্তা পাকাকরণের লক্ষে রাস্তাটি ভেঙে ফেলা হয়।রাস্তা ভাঙ্গার পর কাজ না করে চলে যায় ঠিকাদার প্রতিষ্ঠান টি। এতে দূর্ভোগে পড়েছেন অত্র এলাকার হাজার হাজার মানুষ।
পূর্বে যাতায়াত করতে পারলেও এখন সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।রাস্তা মেরামত না করে পালিয়েছেন ঠিকাদার।মাসের পর মাস বিকল রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই আহত হচ্ছেন। শিশু, বৃদ্ধ, মহিলা রা ঝাঁকুনির জন্য চলাচল করতে পারছেন না।কাজ শুরু করার পূর্বে কোন রকম যাতায়াত করতে পারলেও এখন তা সম্ভব হচ্ছে না।রাস্তাটি এলাকাবাসীর জন্য মরার ওপর খারার ঘা হয়ে দেখা দিয়েছে।
বিস্তারিত থাকছে আগামী তে আমাদের সাথেই থাকুন। প্রথম পর্ব
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট