কলকাতা প্রতিনিধি আসাদ আলী
হোমিও মেডিকেল ক্লাব ওয়েস্ট বেঙ্গল এর ফ্রি চিকিৎসা
হুগলি আরামবাগে গৌহাটি রামকৃষ্ণ মঠে সারাদিনব্যাপী প্রায় ২০০ জন অসুস্থ রোগীর চিকিৎসা করেন ও জনস্বাস্থ্যের উপর আলোচনা করেন হোমিও মেডিকেল ক্লাব ওয়েস্ট বেঙ্গল ও হোমিও মিশনের যৌথ উদ্যোগে। উক্ত অনুষ্ঠানে উদ্বোধনী ভাষণ দেন গৌড়হাটি মঠের অধ্যক্ষ স্বামী প্রাণারামানন্দ জি। জনস্বাস্থ্য নিয়ে বক্তব্য রাখেন ডাক্তার দেবীপ্রসাদ পাল, ডাক্তার বিশ্বনাথ সি, ডাক্তার জহর পাল, ডাক্তার শিবু চন্দ্র দাস প্রমুখো।
চিকিৎসা শিবিরে উপস্থিত ছিলেন ডাক্তার দ্বিজদাস আশ, ডাক্তার মৃণাল কান্তি দাস, ডাক্তার মলয় কুমার দাস, ডাক্তার গৌতম দে, ডাক্তার সুদর্শন সামন্ত, ডাক্তার হেমন্ত শেঠ, ডাক্তার সুজিত দলুই,ডাক্তার সৌমেন্দ্র জানা, ডাক্তার ভোলানাথ গাঙ্গুলী, ডাক্তার কিরণময় ঘোষ, ডাক্তার দিব্যেন্দু ধাড়া,ডাক্তার সুমিতা দাস, এবং মঠের অন্যান্য স্বামীজীবন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন- স্বামীজি মানব মহারাজ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট