আহসান হাবীব নাহিদ স্টাফ রিপোর্টার
সাদুল্লাপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মদিন উপলক্ষে সেলাই মেশিন বিতরণে দূর্নীতি ও অনিয়ম।গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।
গত ৮ আগষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মদিন উপলক্ষে অসহায়, অস্বচ্ছল, প্রশিক্ষণ প্রাপ্ত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করার নিয়ম থাকলেও নিয়মের তোয়াক্কা না করে ভূয়া সনদ পত্র ব্যাবহার করে
৭জন স্বচ্ছল মহিলার মাঝে এই সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস।
এতে করে বঞ্চিত হয়েছেন প্রকৃত দাবিদার অস্বচ্ছলরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিতরণকৃত ৭টি পরিবারই স্বচ্ছল। এর মধ্যে একই ইউনিয়নে বসবাসরত ৫জন স্বচ্ছল মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এছাড়াও স্বচ্ছল এক জেলা পরিষদের লাইব্রেরীয়ান পোষ্টে চাকুরীরত একজন মহিলাও পেয়েছেন এই সেলাই মেশিন।
এ ছাড়াও একজন উপজেলা পরিষদের সিএ’র স্ত্রী এবং টেইলাস ব্যাবসায়ী আপন দু’বোন এবং একজনের তালিকায় নাম আছে কিন্তু মোবাইল নাম্বারটা দেয়া আছে ঢাকা আরামবাগের এক ব্যাক্তির। অন্যদের ও একই অবস্থা।
এভাবেই নিয়ম বহির্ভূত পন্থায় প্রকৃত উপকার প্রার্থীদের বঞ্চিত করে যোগসাজশী কায়দায় চলছে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যক্রম।
এনিয়ে জনমনে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন! প্রকৃত অসহায় অস্বচ্ছল পরিবারগুলো আদৌ কিছু পাবে কি?
অস্বচ্ছল অসহায়দের কে বঞ্চিত করে ভূয়া সনদধারী স্বচ্ছল ব্যাক্তিদেরকে সেলাই মেশিন দেয়া হয়েছে এই বিষয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ জান্নাতুল ফেরদৌস এর নিকট জানতে চাইলে তিনি সংবাদ কর্মীদের সঙ্গে চড়াও হন।
পরে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে অসস্কৃতি জানান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট