শ্যামনগরে মাধ্যমিক বিদ্যালয়ের নাইট গার্ডকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন
আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি
শ্যামনগরে মাধ্যমিক বিদ্যালয়ের নাইট গার্ডকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন।সাতক্ষীরা শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূলীয় অঞ্চলে অবস্থিত বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়। কেয়ার টেকার কাম নাইট গার্ড কিবরিয়ার স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ আগস্ট) সকাল ১১ টায় বুড়িগোয়ালিনী ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুশীল সমাজের আয়োজনে বিদ্যালয়ের প্রাঙ্গণে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা বলেন , কিবরিয়া একজন লম্পট, স্কুলের চাকরির পূর্বে স্কুলের একটি মেয়েকে অস্ত্রের মুখে অপহরণ করার মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন জেল খাটার পর মহামান্য হাইকোর্ট থেকে জামিন পেয়ে চাকরিতে বহাল ছিল। সম্প্রতি আবার অশালীন নগ্ন ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ায় তাকে স্কুল থেকে সাময়িক বহিষ্কার করেন। সেই মেয়েকে নিয়ে চলে যাওয়ার ঘটনায় মেয়ের মা শ্যামনগর থানায় গত (১৪ আগস্ট) কিবরিয়া সহ চারজনকে আসামি করে ১৮নং মামলা করেন। শ্যামনগর থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে সাতক্ষীরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেছে। এবং এখনো কিবরিয়াকে
আটক করতে পারেনি পুলিশ।
বুড়িগোয়ালিনী ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাস্টার মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অভিভাবক আব্দুল হাকিম, মোস্তাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন,জাকির সিদ্দিকী (সোহাগ), ফারুক হোসেন, স্কুলের দশম শ্রেণির ছাত্রী হালিমা খাতুন ও অষ্টম শ্রেণির ছাত্রী মাইশা আক্তার প্রমূখ।
মানববন্ধনে অভিভাবকরা বলেন, কিবরিয়া বিদ্যালয়ে যোগদান করার পর থেকে বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হয়ে বিদ্যালয়ের সুনাম নষ্ট করছে। আমরা চাই দ্রুত বিদ্যালয় থেকে দুশ্চরিত্র লম্পট কিবরিয়াকে স্থায়ী ভাবে বহিস্কার করা হোক। তা না হলে আমাদের ছেলেমেয়েদের এই বিদ্যালয়ের আর পাঠাবো না।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বলেন, কিবরিয়া এর আগেও অসামাজিক কাজে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে। এবারে তার অসামাজিক কাজে লিপ্ত হওয়ার পর্ণ ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ায় আমাদের মা বাবা আমাদের স্কুলে আসতে দিচ্ছে না। তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার না করলে আমরা আর এই বিদ্যালয়ে লেখা-পড়া না। সে যদি বিদ্যালয়ের ভীতরে আসে বা আবার চাকরীতে যোগদান করে তাহলে আমরা টিসি নিয়ে অন্য বিদ্যালয়ে চলে যাবো।
বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী বলেন, সামাজিক যোগাযোগের মাধ্যমে তার পর্ণ ভিডিও ছড়িয়ে পড়ায় আমাদের দৃষ্টিগোচর হলে ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাকে কেন স্থায়ী ভাবে বহিস্কার করা হবে না তা জানিয়ে ৭ দিনের ভীতর সন্তোষজনক জবাব দেয়ার জন্য চিঠি পাঠানো হয়েছে। সাময়িক বরখাস্তের কপি শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, জেলা মাধ্যমিক শিক্ষা অফিস, খুলনা মাধ্যমিক শিক্ষা অফিস, যশোর শিক্ষা বোর্ডেও পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, কিবরিয়া রাষ্ট্রদ্রোহীতার অভিযোগে ও নারী অপহরণ মামলায় জেল হেফাজতে ছিলেন। এছাড়াও জাতীয় শোক দিবসে বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সহ আমাকে ও বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের সাথে উচ্চস্বরে বাগবিতণ্ড, নৈতিক স্খলন ও পর্ণ ভিডিও তৈরি করে চলেছেন যা বিদ্যালয়ের শৃঙ্খলা পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। উক্ত ভিডিও প্রকাশিত হওয়ার পর বিদ্যালয় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট