চাটমোহর থেকে- এস এম আকাশঃ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘খাদ্য বান্ধব কর্মসুচি’র আওতায় ১৫ টাকা কেজি দরে ৬০কেজি করে চাল বিতরন উদ্ভোধন করা হয় সোমবার (২১ আগষ্ট) সকাল ১০ঘটিকায়। উপস্থিত ছিলেন চাটমোহর রিপোটার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি-চাটমোহর অনলাইন প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক-
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(নির্বাহী সম্পাদক- চেতনায় বাংলাদেশ)।
ফৈলজানা ইউনিয়নের দুইজন ডিলারের একজন
মোঃ তারিকুল ইসলাম ডিলারের তত্বাবধানে ৬২৪ (পুরুষ ৪৬৩জন ও নারী ১৬১জন) ভোক্তাকে ৬০কেজি করে চাল ১৫টাকা দরে বিতরন করা হচ্ছে ।
আজকে সোমবার সকাল ১০ ঘটিকা থেকে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত মোট ১৬৭ জন ভোক্তাকে ১৫ টাকা কেজি দরে ৯০০ টাকায় ৬০কেজি করে চাল বিতরন করা হয়।
প্রতি সপ্তাহে(সোম-মঙ্গল-বুধবার) তিন দিন চাল বিতরন করা হবে।
উল্লেখ্য পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নে দুই জন ডিলার (১) মোঃ সাইফুল ইসলামের তত্বাবধানে ৬২৮ জন ও (২) মোঃ তারিকুল ইসলামের তত্ববধানে ৬২৪জন ভোক্তাকে ৬০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে বিতরন করা হবে।
চলতি আগষ্ট মাসে প্রত্যেক ভোক্তাকে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাসের (৩০+৩০=) ৬০কেজি চাল বিতরন করা হচ্ছে।
মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত
খাদ্য বান্ধব কর্মসুচি হত দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা বলয়ে নিরাপত্তা দান করবে বলে সকল ভোক্তাগন মনে করছেন।
আগামীতেও এ প্রকল্প যথারীতি অব্যহত রবে জন কল্যানে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট