হোসনে আরা হীরা ——
–
টুঙ্গী পড়ার ছোট্ট খোকা
সবার চোখের তারা,
বুকটি জুড়ে বইতে থাকে
স্বদেশ প্রেমের ধারা।
–
মধুমতি নদীর জলে
সাঁতার কাটতো সুখে
যেতো ছুটে গাঁয়ের লোকে
বিপদ এবং দুখে।
–
কালে কালে সেই ছেলেটি
হলেন দেশের নেতা,
অধীনতা ভাঙতে শিকল
তুমুল স্বাধীনচেতা।
–
তারই জন্য অবশেষে
স্বাধীন হলো জাতি,
তাইতো তাকে স্মরণ করি
আমরা দিবস রাতি।
–
খোকা থেকে মুজিব হলেন
অমর ইতিহাসে,
পিতা তোমার স্বপ্নগুলো
জাতির চোখে ভাসে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট