আহসান হাবীব নাহিদ
স্টাফ রিপোর্টার :
গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব এর উদ্যোগে ২১শে আগষ্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১শে আগষ্ট সোমবার বিকাল ৪টায় আবু হোসেন সুপার মার্কেট সংলগ্ন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে ২০০৪ সালে ২১ আগষ্ট আওয়ামীলীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিক্ষোভ মিছিল বের হয়ে সাদুল্লাপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এসে আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ জিল্লুর রহমান খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব।
এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এস টি এম রুহুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল হক রাজা বকসি, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি মোঃ শামছুজোহা রাঙ্গা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ দপ্তর সম্পাদক মোঃ শামসুল আলম, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ চাঁন মিয়া, উপজেলা বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ আহসান হাবীব নাহিদ প্রমূখ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা ২১ আগষ্টের হামলাকারীদের দৃষ্টান্ত মূল শাস্তির দাবী জানান। এবং শোক কে শক্তিতে রূপান্তরিত করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়ন কর্মকান্ড ধারাবাহিকতা বজায় রাখতে জামাত, বি এনপির জ্বালাও পোড়াও নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট