”
নাদিয়া রিফাত
নারীর বাস্তবতা বড়ই যে আধাঁর ,
অধিকার আছে নতুন স্বপ্ন দেখার ।
সেই স্বপ্নে নারীরা ডানা মেলে আকাশে,
শত শত নারী মিষ্টি সুরে উঠে হেসে।
নারীরা উড়বে ডানা মেলে পাখি হয়ে,
জ্বলবে আলোর প্রদীপের শিখা হয়ে।
থাকবেনা নারী-পুরুষের ব্যবধান,
করবেনা কেউ নারীদের আসম্মান।
বধুকে নিজের মেনে করবে বরণ।
কবে বদলাবে সমাজের ধরণ।
সবাই বুঝবে সবার দুঃখ ব্যথা,
পণের কারণে হবেনা আত্মহত্যা।
কোনো নারীর অশ্রু চাইনা আর চোখে ;
সবাই যেন থাকে সংসারেতে সুখে।
নারীর মুক্তি মানে নয় অশালীনতা,
নারীরা শুধু চাই পেতে আত্মমর্যাদা।
নারীরা ইচ্ছে মত হাসবে -কাঁদবে,
সাথী হয়ে একে অন্যের পাশে রবে।
নারীরা থাকলে একে অন্যের পাশে,
তাহলে মুক্তি পেত তারা অনায়াসে।
নারীরা মরবে না আর অবহেলায় ,
ব্যবধান মিটবে কোনো এক অবেলায়।
এমন স্বপ্ন কল্পনায় দেখতে ভালো;
কবে যে আসবে,”আধাঁরের শেষে আলো।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট