আলিয়া সংস্কৃতি সংসদ নিবেদিত চেতনা ২০২৩
নিজস্ব প্রতিনিধি,আসাদ আলী,দৈনিক কলকাতা থেকে
অনুষ্ঠানটি ছিল সংবর্ধনা জ্ঞাপন,বিভিন্ন সাহিত্যপত্রের ঈদ সংখ্যা প্রদর্শনী, গ্রন্থ প্রকাশ, জননায়ক মাওলানা ভাসানী এবং মাদ্রাসা শিক্ষা বিষয়ক তথ্য চিত্র প্রদর্শনী। আলিয়ার সংস্কৃতি সংসদ এর আয়োজনে ও পরিচালনায় চেতনা ২০২৩ শিরোনাম। ২০২৩ তারিখ দুপুর দুটা হইতে সন্ধ্যা ছটা পর্যন্ত আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাস ক্যাম্পাসে। মেমেন্টো উত্তরীয় ফুল এবং মানপত্র দিয়ে সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়- সমাজ চিন্তক নাসির আহমেদ, ইতিহাসবিদ বিশ্বেন্দু নন্দ এবং বিজ্ঞান গবেষক মোঃ মেহেদী কালাম সাহেব কে ।
সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন সাহেব, স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক ও সঞ্চালক অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ শামীম সাহেব । বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক ডক্টর সাইফুল্লাহ শামীম, সমাজ চিন্তক নাসির আহমেদ, ইতিহাসবিদ বিশ্বেন্দু নন্দ, বিজ্ঞান গবেষক মোঃ মেহেদী কালাম, দৈনিক পূবের কলম পত্রিকার সম্পাদক ও সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান, অধ্যাপক এবং অরিয়েন্টাল ফোরামের কর্ণধার মুজিবুর রহমান, নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নুর, মোহাম্মদ খলিল সাহেব, ঔপন্যাসিক মুসা আলি, কবি ও সাংবাদিক আসাদ আলী, সাংবাদিক আইয়ুব আলী, শিক্ষক আনোয়ার হোসেন, কবি ও সাংবাদিক মোঃ মফিজুল ইসলাম, মোঃ আফসার আলী, অধ্যাপক রেজাউল করিম, নজরুল গবেষক ডাক্তার কামাল উদ্দিন, সোনা বন্দোপাধ্যায়, জনাব আরফান আলী বিশ্বাস প্রমুখ। কবিতা পাঠ করেন মুজিবুর রহমান,
সুরাইয়া পারভিন। ফয়জান আলীর গ্রন্থ প্রকাশ করেন শামসুল আলম, কবি ও সাংবাদিক আসাদ আলীর গ্রন্থ প্রকাশ করেন উপন্যাসিক মুসা আলি ও এমদাদুল হক নূর। সবশেষে সংক্ষিপ্ত ভাবে এটুকু জানিয়ে রাখি যে, এই অনুষ্ঠানটি নিছকই সংবর্ধনা ও গ্ৰন্থ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সাম্প্রদায়িক হিংস্র হিংসার করাল ছায়াকে রুখে দিয়ে এক মানবিক বোধের উত্তরণে র পথ খুঁজে নেওয়ার লড়াইয়ের উপায়ের সন্ধানে ছিল মুখর সমস্ত অনুষ্ঠানটি, আর এখানেই ছিল এই সুন্দর অনুষ্ঠানটি র সার্থকতা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট