প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
চলনবিল, পাবনা।
এক অভিন্ন জগতের বাসিন্দা তুমি আমার হৃদয়ের প্রতিবেশী-
আট বিহারার পালকীতে হতে চাই সঙ্গী তোমার এ বাসনা পূষি,
এক দিন হয়তো এ বুকেই রবে তোমার অস্তিত্বে ভালোবেসে-
নয় তো যাবে বৃথা জন্ম ভালোবাসার পৃথিবীতে অবশেষে।
আট ঘাঠ বেধে করেছি বন্দী হৃদয়ের গহীনে ওগো তোমায়-
দুই জীবন রবে একত্রিত চাইলেও হবোনা কেউ আলাদা বিচ্ছিন্নতায়,
আট আনা ভালোবাসা দিগুন বিশ্বাস করে এ জীবনে পূঁজি-
শুন্য হৃদয় পূর্ন ভালোবাসায় নিবিড় বন্ধনে তোমাকেই বুঝি!
এক মনে তোমাকে করেছি এ হৃদয়ের ক্যানভাসে আবিস্কার-
তিন নয়নে করছি লালন বিলাতে হৃদয়ের জমি চিত্ত করে উজার,
কত সুখে হয় প্রেমিক মন সুখী জীবনের চরাচরে আবহকালে-
হয়তো ছিলে তুমি বরাদ্দ মহান মাবুদের দয়ায় এ কপালে!
চ
ল
বে……
(তারিখঃ ২২ আগষ্ট ২০২৩ইং
মহকক,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট