সুন্দরগঞ্জের চর অঞ্চলের যাতায়াতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ,দৈনিক খবর পদ্মা সেতু
পারভেজ মোশারফ,স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের বাদশার মোড় দিয়ে তিস্তা নদীর রাস্তায় হাজার হাজার মানুষের পারাপার। কিন্তু নেই কোনো ব্রিজ। ছোট খাটো একটি সাঁকো আছে কিন্তু নেই কোনো নিরাপত্তা। গতকাল চৌধুরী খেয়া ঘাটের সাঁকো তে কচুরিপানা জমে সাঁকোর বেহাল দশা সৃষ্টি হয়েছিল। ফলে এলাকাবাসীর যাতায়াত ছাত্রছাত্রীদের যাতায়াত সমস্যা হয়েছে। এলাকাবাসীর আবেদন এই নদীর উপর দিয়ে প্রতিদিন কয়েকটি গ্রাম থেকে মানুষ বেলকা সুন্দরগঞ্জ চাঁদের মোড় জহুরুলের মোড়ে যাতায়াত করেন এবং স্কুল কলেজ ছাত্রছাত্রী ঝুঁকি নিয়ে যাতায়াত করেন। যেকোনো সময় ভেঙে পড়তে পারে এই সাঁকো টি।
এলাকাবাসী দৈনিক খবর পদ্মা সেতু কে জানে তারা এলাকার মেম্বার কে অনুরোধ করে বর্তমান সাকো যেমন আছে তেমনি আপাতত ঝুঁকিহীন করতে।
মেম্বারগন সাঁকো দেখে তারাও ঝুঁকিপূর্ন সাঁকো বলে নিশ্চিত করেন এবং ইউনিয়ন পরিষদ ও এনজিও দের কাছে সহায়তার আবেদন করেন।
অপরদিকে গণ উন্নয়ন কেন্দ্র এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং 50 জনের 25 হাজার টাকা মজুরি দিয়ে নদীর কচুরিপানা পয়ঃনিষ্কাশনের কাজ করেন। এলাকাবাসীর আবেদন এই নদীর উপর দিয়ে দ্রুত একটা ব্রিজ এর ব্যাবস্থা করতে হবে। ব্রিজটি নির্মাণ করলে এলাকাবাসী সহ স্কুল কলেজ এর ছাত্রছাত্রী ও ব্যবসায়ীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে বলে আশাবাদী এলাকাবাসী।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট