মাধবপুর দেশীয় অস্ত ও লুন্ঠিত টাকা সহ ২ ডাকাত গ্রেফতার
সরাইল উপজেলা প্রতিনিধিঃ এম বাদল খন্দকার মাধবপুরে ঢাকা – সিলেট মহাসড়কে ডাকাতি করে পালানোর সময় ধারালো অস্ত্র সহ নিজাম ও ওয়াসিম কে গ্রেফতার করেছে পুলিশ। মাধবপুর বাজারের হাডওয়ারী ব্যবসায়ী সুভাষ ভৌমিকের মালিকানাধীন একটি পিক আপ গাড়ী মালামাল বিঐি করে দোকানে ফিরছিল।হোটেল হাইওয়ে ইন এর দক্ষিনে পৌঁছামাএ দক্ষিন বেজুড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নাজিম (২২)ও একই গ্রামের আবুল কালামের ছেলে ওয়াসিম (১৯)সহ ডাকাত দল ধারালো অস্ত্র নিয়ে গাড়ি টি আটক করে। এ সময় চালক নয়ন দেবনাথের কাছ থেকে অস্ত্রের মুখে আড়াই লাখ টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। খবর পেয়ে মাধবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে এস আই মনিরুজ্জামান, এস আই তরিকুল ইসলাম, এ এস আই জিয়া ফোঁস সহ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনায় ৬ ঘন্টার মধ্যে ২ ডাকাত কে অস্ত্র সহ গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে লুন্ঠিত ৫ হাজার টাকা উদ্ধার করে।এঘটনায় থানার দ্রুত বিচার আইনের একটি নিয়মিত মামলা রুজু করা হয়। আসামীদের কে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট