ফেসবুকে ধর্ম কে নিয়ে কুটুক্তি,গ্রেফতারের দাবি ফেসবুক ব্যবহারকারীর
মোঃ পারভেজ মোশাররফ গাইবান্ধা
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক এ বিভ্রান্তিমূলক ধর্ম নিয়ে স্ট্যাটাস দিচ্ছে “গাইবান্ধার মানুষ” নামের একটি আইডি।ইসলাম ধর্ম কে কেন্দ্র করে নবী রাসূল ও আল্লাহর প্রিয় বান্দাদের কে নিয়েও বিভ্রান্তিকর স্ট্যাটাস দিচ্ছে। বর্তমান আলেম ও যারা কোরআন কে ভালো বাসে তাদের কে বিভিন্ন মন্তব্যে জর্জরিত করছে এই ” গাইবান্ধার মানুষ” আইডি। তার পরিচয় না দিয়ে বিভিন্ন রকম ইসলাম বিদ্ধেষী পোস্ট কমেন্ট করায় মানুষ তার বিরুদ্ধে ক্ষেপে গিয়ে তাকে খোঁজার চেষ্টা করছে।
“ফেসবুক ব্যবহারকারীর কথা গাইবান্ধা নাম কে কেন্দ্র করে আইডি খুলছে এবং ইসলাম ধর্ম কে কেন্দ্র করে ইসলাম বিদ্ধেষী পোস্ট কমেন্ট করছে এটা জেলা প্রশাসন কেনো দেখছে না। গাইবান্ধা আমাদের প্রিয় জেলা গাইবান্ধার নাম দিয়ে এমন ইসলাম বিদ্ধেষী কথা বলা মানে আমাদের ক্রেডিট নষ্ট হওয়া একই কথা। নিজের নাম দিয়ে আইডি খুলে ইসলাম ধর্ম বিদ্ধেষী কথা বলুক আমরা কিছু বলবো না। কিন্তু গাইবান্ধার নাম দিয়ে আইডি খুলছে কেনো??
আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শীঘ্রই এই “গাইবান্ধার মানুষ” ফেসবুক আইডি কে খুঁজে বের করে তাকে তার প্রাপ্য সাজা দেওয়া হউক।
আমরা মুসলমান আমরা ইসলাম ধর্ম সহ অন্যান্য ধর্মকে শ্রদ্ধা করি,সম্মান করি। কিন্তু আমাদের ইসলাম ধর্ম কে নিয়ে কুটুক্তি করবে আমরা এটা মানতে পারি না। অবিলম্বে এই ফেসবুক ব্যবহারকারী কে খুঁজে বের করা হউক এবং আইনের আওতায় আনা হউক”।
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যাবহারকারী ও ক্ষোপ প্রকাশ করেছেন “গাইবান্ধার মানুষ ” আইডির প্রতি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট