কলকাতা প্রতিনিধি,আসাদ আলী,
দৈনিক খবর পদ্মা সেতুঃ গত ২৫/০৮/২০২৩ তারিখ শুক্রবার সকাল ১১ টা হইতে রাত্রি ৮ টা পর্যন্ত প্রাক আন্তর্জাতিক বঙ্গ সম্মেলন হয়ে গেল নিউটনের রবীন্দ্র তীর্থে। অনুষ্ঠানটি দুটি ভাগে ছিল বিভক্ত। রূপায়ণে-বেঙ্গল ফোরাম অফ্ ইন্টেলেক্ট অ্যান্ড কালচার। প্রাক আন্তর্জাতিক বঙ্গ সম্মেলনের সম্পাদক শ্রী অনাদি মোশেল, সহ-সম্পাদক ঋতীশ রঞ্জন চক্রবর্তী এবং সমন্বয় রক্ষাকারী যতীন্দ্রনাথ সরকার। এই তিন জনের আতিথেয়তা পরিচালনা এবং ঋতীশ রঞ্জন চক্রবর্তী র সঞ্চালনায় প্রথম পর্ব – কবিতা পাঠ, গান, শ্রুতি নাটক, নৃত্যনাট্য প্রভৃতিতে ছিল ভরপুর। নিভা ব্যানার্জীর উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। বক্তব্য রাখেন সম্পাদক অনাদি মোশেল এবং কবি অধ্যাপক মনোরঞ্জন সরদার বঙ্গবাসী কলেজ। তারপর শুরু হয় কবিতা পাঠ-
কবিতা পাঠ করেন- কিঙ্কর নারায়ণ দত্ত, নিতাই মৃধা, অলোক দত্ত, কবি ও সাংবাদিক আসাদ আলী, মানবেন্দ্র দত্ত, রবীন্দ্রনাথ সরকার,মৃণাল হাতী, সুদাম কৃষ্ণ মন্ডল, অমর কুমার দাস, শিপ্রা ঘোষ, কবি ও সাংবাদিক সাজাহান সিরাজ, পূর্ণেন্দু ঘোষ, তাপস নস্কর, বাদল সরকার, মাধবী মিত্র, অমিত দাস-(কাকদ্বীপ), শকুন্তলা স্যান্যাল,সুশীল মন্ডল, দেবাঞ্জন মুখোপাধ্যায়-(শীলচর), বিশ্বনাথ চৌধুরী, জয়ন্ত পাল, সারস্বত মন্ডল, সুকুমার পয়রা, জয়দীপ রায়চৌধুরী, গীতিকা পাল, পুলক চৌধুরী, মুজিবর রহমান-(ঝাড়খণ্ড) প্রমুখ।
কবিতা পাঠ করেন,কবি ও সাংবাদিক আসাদ আলী
বক্তব্য রাখেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুরঞ্জন মিদ্দে। শ্রুতি নাটক ‘মুক্তির মোহনায়’, কল্যাণী থেকে আগত একঝাঁক শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুরের “চণ্ডালিকা” অবলম্বনে নৃত্যনাট্য-‘তোমার রূপ মাটির কণ্যা’পরিবেশন করেন। হারমোনিয়ামে গোয়ালিয়র ঘরানা পরিবেশন করেন-কেশব বন্দোপাধ্যায়-রাগ ‘মিয়াকি মল্লার’। তবলায় সঙ্গত করেন সমীর রায়চৌধুরী।
দ্বিতীয় পর্বে সঞ্চালনায় ছিলেন ডাক্তার পার্থ সারথি মুখোপাধ্যায়- চেয়ারপারসন, দ্বিতীয় পর্বটি মূলত পরিচয় পর্ব, সম্মাননা জ্ঞাপন ও মেমেন্টো প্রদান এবং গ্রন্থ প্রকাশ, তার সাথে কিছু তথ্যপূর্ণ বক্তব্য ও কবিতা পাঠ। পঙ্কজ সাহা কে জীবন কৃতি সম্মাননা প্রদান করা হয় সুদৃশ্য মেমেন্টো সহ, ডাক্তার পার্থ সারথি মুখোপাধ্যায় কে বঙ্গ সংস্কৃতি রত্ন মেমেন্টো সহ সম্মাননা জানানো হয়। মানসী দেবীকে বঙ্গ সংস্কৃতি রত্ন মেমেন্টো সহ সম্মাননা জানানো হয়, শিক্ষাবিদ নীলাচল চট্টরাজকে বঙ্গ সংস্কৃতি রত্ন মেমেন্টসহ সম্মাননা জানানো হয়, সুমন্ত সেনগুপ্ত কে বঙ্গ সংস্কৃতি রত্ন মেমেন্টসহ সম্মাননা জানানো হয়, অধ্যাপক ও সঙ্গীত শিল্পী অগ্নিভ বন্দ্যোপাধ্যায় কে বঙ্গ সংস্কৃতি রত্ন মেমেন্টোসহ সম্মাননা জানানো হয়, কলকাতার রসগোল্লা খ্যাত হরিপদ বাবুকে বঙ্গ সংস্কৃতি রত্ন মেমেন্টো সহ সম্মাননা জানানো হয়, তথ্যচিত্রকার মুজিবুর রহমানকে বঙ্গ সংস্কৃতি রত্ন মেমেন্টো সহ সম্মাননা জানানো হয়,জয়ন্ত ঘোষ কে বঙ্গ সংস্কৃতি রত্ন মেমেন্টো সহ সম্মাননা জানানো হয়, দেবমিত্রা দেবী কে বঙ্গ সংস্কৃতি রত্ন মেমেন্টো সহ সম্মাননা জানানো হয়।
#####################
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট