সাদুল্লাপুরে তাঁতীলীগের উদ্যোগে ৪৮ শাহাদাৎ বার্ষিকী উদযাপন
আহসান হাবীব নাহিদ স্টাফ রিপোর্টের
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বাংলাদেশ তাঁতীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
২৭শে আগষ্ট রবিবার বিকাল ৪টায় সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর উপজেলা তাঁতীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা তাঁতীলীগের সভাপতি মোঃ তজবীর আলম সজিব বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ৩১,গাইবান্ধা -৩ সাদুল্লাপুর পলাশবাড়ী সংসদীয় আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (এমপি) প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোঃ আহসান হাবীব স্বাধীন।
এছাড়াও উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মোঃ হেলাল মাহমুদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া খন্দকার, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নূরুল হক রাজা বকসি, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ রায়হানুল হক রবার্ট, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কুমার মন্ডল আলো,উপজেলা তাঁতীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা প্রমূখ সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন তাঁতীলীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট