পাবনা জেলার বিশিষ্ট কবি-সাংবাদিক,কলামিস্ট ও পরিবেশবাদী নেতা পরিবেশ প্রেমি সংগঠক গ্রিনপিস বাংলা,পাবনা জেলা শাখার সভাপতি,দৈনিক খবর
পদ্মাসেত’র স্টাফ রিপোর্টার এস এম মনিরুজ্জামান আকাশ
(অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত, পাবনা)
২৪ আগষ্ট (গাছের চারা রোপন করে বাসায় ফিরতে) বৃষ্টিতে ভিজে ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়েছেন।
তার জ্বর মাঝে-মধ্যে ১০৬ডিগ্রীতে উঠছে ও নামছে।
তিনি বাড়ীতেই চিকিৎসাধীন রয়েছেন।তিনি কিছুই খেতে পারেন না দেশবাসীসহ সকল শুভ্যানুধায়ীদের ও দৈনিক খবর পদ্মাসেতু’র সকল কলাকুশলী ও পাঠকদের কাছে দোওয়া চেয়েছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট