নলডাঙ্গায় রেলস্টেশনের কাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন
আহসান হাবীব নাহিদ স্টাফ রিপোর্টার
নলডাঙ্গায় রেলস্টেশনের কাজের উদ্বোধন করেন রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় রেলস্টেশনের কাজের শুভ উদ্বোধন করলেন রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন (এমপি)।২৯শে আগষ্ট মঙ্গলবার বিকেল ৩টা ৩০ ঘটিকায় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় রেলস্টেশনের কাজের শুভ উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন (এমপি)।
উদ্বোধন শেষে নলডাঙ্গা উমেশ চদ্র উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক (অব:) মোঃ আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে
প্রধান অতিথি রেলপথমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন তার বক্তব্যে নলডাঙ্গা রেলস্টেশনের মেরামত ও প্ল্যাটফর্ম উঁচুকরণ এবং বর্ধিতকরন কাজের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ও রামসাগর এক্সপ্রেস সহ সকল এক্সপ্রেসে নলডাঙ্গায় থেকে যাত্রীরা টিকিট সংগ্রহ করতে পারবেন। তিনি আরও বলেন যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। জামাত বিএনপি জোট এই নির্বাচন বানচালের জন্য নানা কুটকৌশল করছে। তবে নির্বাচনে কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করলে এদেশের মানুষ তা শক্ত হাতে প্রতিহত করবে।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুক এর সঞ্চালনায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (এমপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি ও গাইবান্ধা জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুবকর সিদ্দিক, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা মোঃ মোজাম্মেল হক মন্ডল, সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব প্রমূখ সহ জেলা উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান বৃটিশ আমলে স্থাপিত নলডাঙ্গা রেলস্টেশনটি দীর্ঘ প্রায় দীর্ঘ বছর ধরে বন্ধ থাকায় অচলবস্থা বিরাজ করতে ছিল। স্টেশনটির কাজ শুরুতে গোটা এলাকায় এখন আনন্দের হাওয়া বইছে। সেই সাথে স্থানীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতির নিরলস প্রচেষ্টায় অবহেলিত স্টেশনটি সচলকরনে তার অগ্রণী ভুমিকা চিরস্মরনীয় হয়ে থাকবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট