রবীন্দ্রনাথের গান গাওয়া আর পুলিশের পোশাক পড়ার কারণে ডিবি অফিসে ডাক পড়েছিলো। আজ নিজের লেখায় গান গাইলাম কয়েদির পোশাক পড়ে। তবে কি আজও ডাক পড়বে? আবার কি অপরাধ করলাম নাকি? দেশের জন্য কাজ করি, বিদেশ থেকে রেমিট্যান্স আনি। সেই টাকায় নিজে চলি, কনটেন্ট বানাই, অফিস চালাই আর মানবিক কাজ করি। এটা কি আমার অপরাধ? গান পছন্দ না হলে শুনবেন না। অভিনয় ভালো না লাগলে দেখবেন না। কিন্তু ষড়যন্ত্র করবেন না। আমার পেছনে লাগবেন না। আমি গরীব ঘর আর ছোট্ট গ্রাম থেকে উঠে আসা একজন, নিজের প্রতি বিশ্বাস আছে। আমি আমার কাছে হিরো। সুবিধাবঞ্চিত হাজার, লাখো মানুষের কাছে অনুপ্রেরণা। আমি শিক্ষিত না, গুণ নেই, গায়ক নই, অভিনেতা নই, এটা কি আমার অপরাধ? আমি চেষ্টা করি আর দর্শকদের জন্য সেই চেষ্টা আমার অব্যাহত থাকবে।আমি নিয়মিত গান ও অভিনয় করবো। আশা করছি, আরও ভালো কনটেন্ট দেবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট