টাকা নেই ভাববেননা এখান থেকে রুটি খান ফ্রি
টাকা নেই ভাববেননা এখান থেকে রুটি খান ফ্রি
পলিটিক্যাল সাইন্সে অনার্স মাস্টার্স শেষ করে চাকরির পিছনে হন্য হয়ে ঘুরেছেন বিসিএস পরীক্ষায় ভাইবা পর্যন্ত গিয়েছেন কপাল খারাপ চাকরি হয়নি।
তাতে কি হয়েছে তিনি এখন নিজেই একজন উদ্যোক্তা
নাম তার শাহিন আলম। সে এখন একটা চায়ের দোকান চালায়। খুব যত্ন করে নিজের হাতে চা বানিয়ে খাওয়ান তিনি।
তার দোকানের সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে সে একটা লাল ঝুড়িতে লিখে রেখেছেন –
” টাকা নেই ভাববেন না এই ঝুড়ি থেকে একটা রুটি খান ফ্রি”
কি সুন্দর একটা বাক্য তাই না 😊
নেই কোন অহংকার নেই কোনো লজ্জা
শাহীন ভাইয়ের আছে শুধু বুক ভরা ভালোবাসা ❣️
স্যালুট জানাই শাহিন ভাইকে ❣️
আল্লাহ যেন তার ব্যবসায় আরও বরকত দান করেন। আমিন
শাহিন ভাইয়ের দোকান- কাঠালবাগান বাজার, বাইতুন নূর জামে মসজিদ সংলগ্ন কলাবাগান।
©
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট