সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে আলোক ফাঁদ উৎসব পালিত
আহসান হাবীব নাহিদ স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে আলোক ফাঁদ উৎসব পালিত হয়েছে।
৩ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য কে সামনে রেখে সাদুল্লাপুর বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে আলোক ফাঁদ উৎসব পালিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আব্দুর রব সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু হাসান, মোঃ আবুল হাসনাত তুহিন, মোঃ নাজমুস সাকিব, মোঃ মনিরুজ্জামান , মোঃ সাফিউল ইসলাম আমিন, স্বপন চন্দ্র রায়, আসাদুল্ল্যা আল গালিব, স্থানীয় কৃষক পলাশ চন্দ্র, অনন্ত চন্দ্র , জয়ন্ত চন্দ্র প্রমূখ।
অনুষ্ঠানে কৃষি ও কৃষকের শত্রু বিভিন্ন প্রজাতির ক্ষতিকারক পোঁকা সনাক্ত ও দমনের পরিবেশ বান্ধব কৌশল শেখানো হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট