প্রতিবেদক- কলকাতা, দৈনিক খবর পদ্মা সেতুঃ
আজ ০২/০৯/২০২৩ তারিখ শনিবার সকাল ১১ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত শিয়ালদহে কৃষ্ণপদ মেমোরিয়াল হলে ৬০-৭০ জন কবি সাহিত্যিক সাংবাদিক প্রমুখো গুণীজনের উপস্থিতিতে সুন্দরভাবে ‘এখন বঙ্গদেশ’ ঈদ সংখ্যা প্রকাশ হল । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন দিলীপ মন্ডল। তাঁর সঙ্গীত দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। সভাপতি আব্দুল হাকিম, প্রধান অতিথি সুজাতা দাস মহাশয়,বিশেষ অতিথি কবি মহিন উদ্দিন তরফদার। বক্তব্য রাখেন সভাপতি আব্দুল হাকিম, সুজাতা দাস মহাশয়া, মহিনুদ্দিন তরফদার, সাংবাদিক আইয়ুব আলি। ঈদ সংখ্যা প্রকাশ করেন দিলীপ মন্ডল মহাশয়। অতিথিদের সার্টিফিকেট মোমেন্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
কবি মইন রওশানী মহাশয় এর ‘জলস্রোত’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। কবিতা পাঠ করেন কবি মোহাম্মদ মফিজুল ইসলাম, সরবত আলি মন্ডল, আনারুল হক, সাইদুর রহমান, সুফি রফিকুল ইসলাম, জাহাঙ্গীর মিদ্দে, মোঃ জলিল, রাজুক কর্মকার প্রমূখ। শ্রুতি নাটক পরিবেশন করেন সরবত আলি মন্ডল ও সাইদুর রহমান। শ্রুতি নাটক রচয়িতা সাইদুর রহমান সাহেব।পল্লীগীতি পরিবেশন করেন আসাদ আলী। প্রত্যেক গুণীজনকেই মেমেন্টো সার্টিফিকেট ও পত্রিকা দিয়ে সম্মাননা জানানো হয় । সঞ্চালনায় ছিলেন সম্পাদক মনিরুল ইসলাম ও আবেদিন আদি।
#####################
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট