ষ্টাফ রিপোটায় এম বাদল খন্দকারঃ
ব্রাক্ষনবাড়ীয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ নিমান শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (০৪ সেপ্টেম্বর) বিকাল ৩,৩০ মিনিট সময়ে সরাইল উপজেলা নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এঘটনা ঘটে। মৃত্যু ব্যঔিরা হলেন, লোকমান মিয়া (২৯)আমজাদ মিয়া(১৮)ও শরীফ মিয়া (১৫) এদের মধ্যে লোকমান ও আমজাদের বাড়ী সরাইল উপজেলা সদর ইউনিয়নের নিজ সরাইল এবং শরীফের বাড়ী একি ইউনিয়নের জিলুকদার পাড়া গ্রামে।এলাকায় বাসী সুএে জানা যায়,, দুপরে নিমান শ্রমিক লোকমান তার ২ সহযোগী আমজাদ ও শরীফকে নিয়ে নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মৃত্যু মমতাজ আলীর ছেলে বরকত আলীর বাড়ীতে নিমানাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। রডের পিলার দাঁড় করানোর সময় উপরে থাকা হাইভোল্টেজের বিদ্যুৎতের তারে রড লেগে যায়। এসময় বিদ্যুৎতের তার রডে জড়িয়ে গেলে তারা ৩ জনই বিদ্যুৎস্পৃষ্ট হন।পরে তাদের মুমৃষ অবস্থা সরাইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত ডাঃ তাদের মৃত ঘোষণা করেন। সরাইল থানা অফিসার ইনচাজ মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সততা নিশ্চিত করে বলেন,, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জন মারা গেছেন। ঘটনাস্হলে পুলিশ অবস্থান করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান। ঘটনায় খবর পেয়ে সরাইল উপজেলা নিবাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিন মৃতদের বাড়িতে ছুটে যান এবং প্রতিটি পরিবারের হাতে সরকারি সহায়তা হিসেবে ২৫ হাজার টাকা করে প্রদান করেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট