আহসান হাবীব নাহিদ
স্টাফ রিপোর্টার :
গাইবান্ধার সাদুল্লাপুরে বাংলাদেশ পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্যোগে শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় এ-উপলক্ষ্যে সাদুল্লাপুর বহুমুখী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সাদুল্লাপুর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময় বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব, সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবিব, গাইবান্ধা অতিরিক্ত এ সার্কেল ধ্রুব জতিময় গোফ, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান মাফু, ইদিলপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, সাদুল্লাপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আহসান হাবীব বাবু, সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ভক্তবৃন্দ।
শোভাযাত্রা শেষে সাদুল্লাপুর উপজেলা ভূমি অফিস চত্বরে অবস্থিত সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি বাবু প্রভাত চন্দ্র অধিকারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সাহরিয়া খাঁন বিপ্লব।
সাদুল্লাপুর ভূমি অফিস চত্বর সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের সভাপতি দীলিপ কুমার সরকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য রনজিৎ বাবু, সাদুল্লাপুর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বিবেকা সরকার, মন্দির পরিচালক, শ্রী বাবলু কুমার সাহা প্রমূখ।
আলোচনা শেষে সকল ভক্তের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট