উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর ব্লকের বালকী হাই স্কুলে ২৭শে আগস্ট প্রকাশিত হলো “আলোর সন্ধানে” পত্রিকা ও সাহিত্য সংস্থার সপ্তম সংখ্যা। বৃক্ষ রোপণের মধ্য দিয়ে শুভ সূচনা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন মেখলা রানী। সভাপতিত্ব করেন মাননীয় আমীর আলী সাহেব। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিশিষ্ট সাহিত্যিক সমুদ্র বিশ্বাস। তিনি সাহিত্য বিষয়ক সুন্দর বক্তব্য রাখেন। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন ও বক্তব্য রাখেন ড. মুস্তাফা আবদুল কাইয়ুম, ডাঃ শ্যামল বেরা, সুদিন বিশ্বাস, ডাঃ সিরাজুল ইসলাম ঢালী, অধ্যাপিকা সুনীতা মিত্র সম্পাদক আনারুল হক, কৃষ্ণকলি বেরা, শ্যামল বেরা প্রমুখ কবি সাহিত্যিক। ব্যাজ ও উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে প্রকাশিত হয় পাঁচজন কবির পাঁচটি কাব্যগ্রন্থ। কৃষ্ণকলি বেরার- নকাল্পনিক, শ্যামল বেরার – মন গহীনে, ইকতিয়ার হোসেনের – মেঘলা মনে, সুনীতা মিত্রের- ডিলিরিয়ান পদ্য, শক্তিপদ ভূঞ্যা – হলুদ সকালে ফোটা ফুল। শিশুদের কবি আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আরিজ জ্জামান, দ্বিতীয় তুবা খাতুন, তৃতীয় আফিয়া মণ্ডল, চতুর্থ স্থান আসিফ রহমান ও অলিফা সুলতানা। আলোর সন্ধানে পত্রিকার স্বাধীনতা সংখ্যায় লেখা দিয়ে বর্ষসেরা সম্মাননা লাভ করেন প্রাবন্ধিক মহম্মদ মফিজুল ইসলাম, কবিতায় টুলু সেন, গল্পে ডাঃ সিরাজুল ইসলাম ঢালী ও নাটকে সমুদ্র বিশ্বাস।
জনা পঞ্চাশ কবি সাহিত্যিক স্বরচিত কবিতা পাঠ করেন তাঁরা হলেন জাসমিন সুলতানা, সোহারব হোসেন, তাপস তরফদার, অপূর্ব চট্টোপাধ্যায়, রাজেশ সরকার, জয়দেব বিশ্বাস, সুদেষ্ণা মণ্ডল, মেখলা রানী, ইকতিয়ার হোসেনে, মলয় হালদার, ইভানা মণ্ডল, মোঃ বাকীবিল্লাহ মণ্ডল কাজল দত্ত, আবু আব্দুল্লাহ্ প্রমুখ বিশিষ্ট কবি সাহিত্যিক।সাইদুর রহমান রচিত নাটিকা – “হাই রাঙ্ক” অভিনয়ে ছিলেন সরবত আলি মণ্ডল ও ডাঃ সাইদুর রহমান। মঞ্চ সজ্জায় নুরুল হক মণ্ডল। আজকের স্বরূপনগর সম্পাদক সৈয়দ রেজওয়ানুল হাবিব ও পুবের কলম পত্রিকা সাংবাদিক ইনামুল হক সহ আরও অনেকে।
পত্রিকা সম্পাদক আনারুল হক ও সহসম্পাদক- সরবত আলি মণ্ডল মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় গ্রাম্য এলাকা থেকে নিয়মিত পত্রিকা প্রকাশ করে চলেছেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাকফুর রহমান ও অপূর্ব কুমার মণ্ডল মহাশয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট