নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার অন্তর্গত ৮নং মোহাম্মদপুর ইউনিয়নে (গত ৩০ জুলাই শনিবার) ইউনিয়ন পরিষদে আগামী ৩১জুলাই ভোটার তালিকা হালগানাদ করার জন্য স্থানীয় জনগনরা কাগজ পত্র নিতে ভীড় করছে,প্রতিবেদনকালে দেখা যায়, তারদের নাগরিকত্ব ও চারিত্রিক সনদ নিখুত ভাবে বিশ্লেষণ করে স্বাক্ষর করছে ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী।।
মহিউদ্দিন চৌধুরী আমাদের কে জানান- আমি ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের বাসিন্দাদের কাগজপত্র সঠিক দেখে এবং তা নিখুত ভাবে পর্যবেক্ষণ করে তারপর তাদের সনদে স্বাক্ষর করি। চারিত্রিক সনদ ও অন্যান্য কাগজ পত্র পর্যবেক্ষণের দ্বায়িত্বে ছিলেন, স্থানীয় সচিব, দোয়াদার, চকিদার অফিস সহকারী ,সহ অনেকে।যারা তাদের প্রয়োজনীয় কাগজ পত্রের জন্য আসছে তাদের সাথে কথা বললে ওনারা জানান- আগে আমরা যদি একটা আইডি করাতে কম্পিউটার দোকানে যায়তাম তারা আমাদের কাছ থেকে ১হাজার টাকা থেকে ২হাজার টাকা পর্যন্ত নিতো,কারো কারো কাছ থেকে আরো বেশি নিতো।আর এখন সরকারি ভাবে ভোটার হচ্ছি অনেক আনন্দ লাগছে।প্রতিবেদন সংগ্রহকালে দেখা যায় -চেয়ারম্যানের,সচিবের এবং কম্পিউটার অপারেটরদের রুমে প্রচুর ভীড় করছে স্থানীয় জনগনরা। দুপুরের খাবার না খেয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছে ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, ইউপি মেম্বার কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিশ সহ অনেকে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট