পাবনা প্রতিনিধী:
আজ শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সম্মেলন কক্ষে বসুন্ধরা শুভসংঘের সারাদেশে চলমান ও সম্ভাব্য কার্যক্রম নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডব্লিউএমজিএলের পরিচালক ও কালের কন্ঠ’র প্রধান সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। এ সময় আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পরিচালক ও কালের কণ্ঠের জ্যেষ্ঠ সহ সম্পাদক জাকারিয়া জামান, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মনির হোসেন, সভাপতি সাদেকুল ইসলাম, সহ সভাপতি শামীম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম শুভ, সুচিত্রা পূজা, ইয়াসির আরাফাত রাফি, সাংগঠনিক সম্পাদক মেহবিন মুশফিকা, দপ্তর সম্পাদক শরীফ মাহ্দী আশরাফ জীবন, সহ দপ্তর সম্পাদক আমিনুর রহমান, প্রচার-প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক লতা সরকার, ক্রীড়া সম্পাদক সামনান ওলি, আপ্যায়ন সম্পাদক জান্নাতুল ফেরদৌস সোমা, সহ আপ্যায়ন সম্পাদক মুসলেমিনা সুলতানা, সহ কর্ম ও পরিকল্পনা সম্পাদক রুবায়েত হোসেন ফাবি, সহ স্বাস্থ্য সম্পাদক রুবেল হোসেন, কার্যকরী সদস্য জুহি জান্নাত মিম, শাবনুর রূপা, ওয়াসিম আকরাম, সুজন দাস, আলি আকবর মিয়া রাজু, রাকিবুল হাসান সিয়াম, ইরিনা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবহান মহোদয়ের নির্দেশনায় সারাদেশে শুভসংঘ বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে। বসুন্ধরা শুভসংঘ সারাদেশে ১৫০০ স্কুল, কলেজ, বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থী মাসিক বৃত্তি প্রদান দেওয়া হচ্ছে। দেশের ৬৪ জেলায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য বসুন্ধরা শুভসংঘ স্কুল ও গ্রামীণ অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে বসুন্ধরা শুভসংঘ প্রশিক্ষণ কেন্দ্র তৈরীর প্রক্রিয়া চলছে। এখানে শিশু থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা, পাঠাগার, সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ও কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র থাকবে যার মাধ্যমে গ্রামীন পিছিয়ে পরা মানুষরা উপকৃত হবে৷
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট