সাদুল্লাপুরে নবাগত নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব এঁর পরিচিতি ও মতবিনিময় সভা
আহসান হাবীব নাহিদ স্টাফ রিপোর্টার
গাইবান্ধার সাদুল্লাপুরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব এঁর পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে সাদুল্লাপুর উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইমাম,পুরোহিত, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক অব: আব্দুল জলিল সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: শহিদুল্লাহেল কবির ফারুক, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, প্রেসক্লাব সাদুল্লাপুরের সভাপতি কে এম নেয়ামুল আহসান পামেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডারের সভাপতি মোঃ শাহজাহান সোহেল, উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড কামরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোঃ রায়হানুল হক রবার্ট প্রমূখ সহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ইমাম,পুরোহিত, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ বক্তব্য রাখেন।
এসময় বক্তব্যরা সাদুল্লাপুর উপজেলাকে উন্নত ও স্মার্ট উপজেলা বিনির্মানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীবকে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব উপস্থিত সকলের সহযোগিতায় সাদুল্লাপুরের উন্নয়নে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সাদুল্লাপুর উপজেলাকে উন্নত স্মার্ট উপজেলা বিনির্মানে কাজ করার প্রতিশ্রুতি দেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট