ব্রাক্ষনবাড়ীয়া জেলা সংবাদদাতাঃ এম বাদল খন্দকার। আসছে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে ব্রাক্ষনবাড়ীয়া ২ সরাইল আশুগঞ্জ নিবাচনী এলাকায় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী লাখো জনতায় হৃদয়ে স্পন্দন আলহাজ্ব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু শাহবাজপুর ইউনিয়নেয় ছাএলীগের নেতা তোফাজ্জল হোসেন জয় এর অফিসে সৌজন্যে সাক্ষ্যত করেন। বাংলাদেশ ছাএলীগের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, চেয়ারম্যান শিক্ষা টিভি, ফাষ্ট সেঐেটারী ওয়ান্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়ন (WFTU)টানা পর পর পাঁচ বারের সচিব শিক্ষক কমচারী কল্যান ট্রাষ্ট,শিক্ষা মন্ত্রানালয়।এদেশের ১৫ লক্ষ শিক্ষকের প্রানের স্পন্দন জাতীয় শিক্ষক নেতা। মাননীয় প্রধানমন্তী জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন। ব্রাক্ষনবাড়ীয়া ২ আসনের জনগনের প্রানের দাবী মাননীয় প্রধানমন্তীর কাছে আর কত অভিভাবক হীন রাখবেন, তাই সরাইল আশুগঞ্জ বাসীর দুঃখ কষ্টের একমাএ ভরসা ও আশা ব্রাক্ষনবাড়ীয়া ২ আসনে অধ্যক্ষ শাহজাহান আলম সাজু কে নৌকা দিলে সে পিছনে পড়া ঘৃনেধরা এই জনপথকে এগিয়ে নিতে পারবে শতভাগ আশা বাদী সাধারণ মানুষ। মোফাজ্জল হোসেন জয় বলেন,, সাজু ভাই শুধু নেতা নয় আমাদের অভিভাবক ও বটে ওনি ব্রাক্ষনবাড়ীয়া জেলা গব সরাইল আশুগঞ্জের মাটি ও গন মানুষের নেতা ওনার দ্বারাই সন্ভব সরাইল আশুগঞ্জ বাসীর দুঃখ কষ্ট গুলো নিষ্টায় সাথে দেখবে এবং ওনার সাথে মন খুলে সুখ দুঃখের দুটা কথা বলা যাবে, তাই মমতাময়ী মা মাননীয় প্রধানমন্তীর কাছে আকুল আবেদন শাহজাহান আলম সাজু ভাই কে এই আসনে নৌকায় মাঝি হিসেবে দেন এবং ব্রাক্ষনবাড়ীয়া২ আসনের প্রানের দাবী।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট