সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
আহসান হাবীব নাহিদ স্টাফ রিপোর্টার
সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উন্নয়ন মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ৩১,গাইবান্ধা-৩ সাদুল্লাপুর-পলাশবাড়ী আসনের সংসদ সদস্য এ্যাড. উন্মে কুলসুম স্মৃতি (এমপি)।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক (অব:) মোঃ আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শহিদুল্লাহেল কবির ফারুক প্রমূখ সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।প্রধান অতিথি তার বক্তব্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য আহবান জানান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট