ডাঃ এস এম মনিরুজ্জামান আকাশ
(বিএমএইচএ,আরএমপি,
রেজিঃ নং ৫৮,৬০৬)
কে গো তুমি! স্বপ্নকন্যা কেনো আসো স্বপ্নধ্যানে-
তোমায় কেনো ভালো লাগে;কি নেশা জাগে প্রাণে,
অচেনা তুমি আমার কভুও-কোথাও আগে দেখিনি
জাগাও নেশা তিন নয়নে; কেনো তোমায় খুঁজিনী!
স্বপ্নে এসে ফিরে যাও কেন!বাস্তবে চাইযে তোমায়
অদৃশ্যপটে না থেকে তুমি ধরা দাও আজ আমায়,
বাস্তবতা আর স্বপ্ন এক নহে বোঝাব কাছে পেয়ে-
তুমি সুন্দর অনিন্দ্য-পরমা প্রভূর কাছে নেবো চেয়ে…
মন্দকে উত্তম করো তোমার রুপের দ্যূ’তি মেখে- দিবসের শুরু যেনো হয় তব চাঁদনী প্রতিমা দেখে,
স্বপ্ন হতে শেষ…তুমি স্বপ্নে আর যেওনা আর ফিরে-
চাওয়া পাওয়া যত সবি যে গো তোমায় ঘিরে…
প্রত্যাশার বীণায় সুর-ঝংকার
তুমি গীতি কথা মালা-
জন্ম-মৃত্যুর মাঝে যত
চাওয়া তব প্রেমে সারাবেলা,
চাওয়া-পাওয়া না করে শেষ
আমি পেতে চাই তোমারে-
স্বপ্ন কন্যা ভালোবাসায় পাবেই
একদিন অবশেষে আমারে!
তুমি স্বপ্নচারিণী স্বপ্ন বিলাসী করো স্বপ্নেই বিচরণ-
মনে পড়ে তোমাকেই স্বপ্ন ও বাস্তবতায় প্রতিক্ষণ,
তুমি স্বপ্ন কন্যা, তুমি অধরা অপ্সরা অনন্যা জীবনের প্রপাতে-
বাস্তবতার সজীব নিরীখে চাইযে সদা তোমায় কাব্য বিলাস প্রীতে……
(রচনাকালঃ ২৬শে নভেম্বর২০০৭ইং
রোজঃ সোমবার,
রাতঃ১০:০০_১০:২২, আমুদ আলী মোল্লার বাড়ীতে বসে লেখা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট