প্রভাষক এসএম মনিরুজ্জামান আকাশ
(চাটমোহর,পাবনা)
হয়ত কাল সংকটে রোজ ভুগি বারংবার-
পাই উচ্ছাসিত প্রত্যাশা বিবর্ণে উজার,
আসেনা সুসময় যা কামনা এ ব্যর্থ প্রানে-
ছুটি তবুও আন্তরিকতায় তৃপ্ত প্রেম ধ্যানে।
ভালোবাসা যতনের ধন যার মুল্যায়ন বেশি-
অজান্তেই রোজ অনেক কুমারীকে ভালোবাসি,
স্বপ্ন বানে ছুটি কত যুবতী সুনন্দিনীর দ্বারে-
জাগ্রত হই হতাশায় ব্যর্থতা ধরে আমায় ঘিরে!
ভালোবাসি রোজ কত জনকে নাম ও গুণে-
ডাকে তারা আমায় অকৃতজ্ঞ-ছোট নিলজ্জ মনে,
আরও ভালোবাসি অনেকেরে না দেখে ভবে-
ভাবে তারা এ নিঃস্বার্থ কটু প্রেমে কি হবে ?
এমন মানুষ পাইনা খুঁজে;যে বুঝবে চোখের ভাষা-
মিটাবে আত্ম জিজ্ঞাসার সফল উত্তর ও হতাশা,
ধণী-গরীব; শিক্ষিত-অশিক্ষিত অনেক মেয়েকে-
লাগে অনন্য-অপুর্ব ভালো এ কবি মানস চোখে।
প্রেমে পড়ি রোজ! আবার অজান্তে সরে যাই-
প্রেমহীন মানুষের মাঝে আপনাকে রোজ বিলাই,
প্রেমে পড়ে-পড়ে আর করেনা ইচ্ছা পড়তে প্রেমে-
প্রেমের কথা ভাবলে বড় বেশি হৃদয়ে ব্যথা জমে……
(তাং ১৯-১০-২০০৬ ঈশায়ী,
ওয়ান গ্রুপ,ভাওরাঈদ,সদর, গাজীপুর,
বিকেলঃ ৩:৫৫_৪:১৭”)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট