ছেলের ফেসবুক আইডি থেকে পোস্ট করেছে মা জন্য পাত্র চাই। এবারের ঘটনাটি মা ও ছেলে কেন্দ্র করে। ছেলেটি পাত্র চেয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছিলো। দুই বছর আগে ছেলেটির বাবা মারা যান। সেই শূন্যতা পূরণেই এই পাত্র খোঁজা। ওরা দুই ভাই। দুই ভাইয়ের এক ভাই ইতোমধ্যে বিয়ে করে সংসারী হয়েছেন। আরেকজন এখনো বিয়ে করেনি। মা ও ছেলেদের মাঝে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মা-এর প্রতি সব শেয়ার ও কেয়ারের মাঝেও কিছু অপূর্ণতা থেকেই যায়। দুই ভাই বাইরে ব্যস্ত আর মা একাই বাসায় বসে সময় কাটান। এতোকিছু মাঝে কোনো কোনো বিষয় শেয়ার করা হয়ে উঠে না, তেমন সময় সময় দেয়া হয়ে উঠে না। বাসায় মা একাই মনমরা সময় কাটান বেশিরভাগ। এইসব ভাবনা থেকেই ছেলেটি এখন মা-এর জন্য একজন উপযুক্ত বন্ধু (পাত্র চেয়ে বিজ্ঞপ্তি) খুঁজছেন জীবনসঙ্গী হিসেবে। যেনো মা বাকি জীবনটা সুন্দরময় কাটান। একাকীত্ব যেনো কেটে যায়। কেবলমাত্র এই চিন্তা থেকেই ছেলেটি মা-এর জন্য পাত্র চেয়ে বিজ্ঞপ্তি আকারে একটি ফেইসবুক পোস্ট করেছিলো। বিষয়টি পজিটিভ ভাবেই নেন। আর হ্যাঁ, ফেইসবুক পোস্ট দিয়েই কেনো পাত্র খোঁজা নিয়ে প্রশ্ন তুলেছেন তো! উপযুক্ত মানুষটি পেয়ে গেলে নিশ্চয়ই এই পোস্ট দেখতেন না। একটু পজিটিভ চিন্তা করুন। সংবাদমাধ্যমে দেখা গেলো সেই মা বলছেন- ‘আমার দুই ছেলে। এক ছেলে বিয়ে করেছে। অন্য ছেলে এখনো বিয়ে করেনি। জীবনে পথচলায় একজন সঙ্গী প্রয়োজন হয়। আমার স্বামী মারা গেছেন। এখন ছেলেরা আমার কথা ভাবছে। আমি সম্মতি দিয়েছি।’সংবাদটা একটু ভিন্ন হলেও ছেলেরা চায় ওদের মা একটু ভালো সময় কাটান। সুন্দর জীবনে মা সুখী হোক। জীবনে অর্থ বা সম্পদ দিয়ে সবকিছু হয় না। আগাম শুভকামনা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট