(দ্বিতীয় পর্ব)
বাংলাদেশ বার কাউন্সিল উত্তীর্ণ হয়ে যে সকল বিজ্ঞ লার্নেড অ্যাডভোকেট মহোদয়গন সনদ লাভ করেছেন! তারাও ব্যারিস্টার এট ল সনদ অর্জন করতে পারেন!
তাদের কে ইংল্যান্ডের নির্ধারিত প্রতিষ্ঠান থেকে বিটিটি(BTT) সনদ অর্জন করতে হবে, যাতে সময় লাগে ৪ থেকে ৬ মাস।
যে সকল শিক্ষার্থীগন ব্রিটিশ ল পড়েছেন ব্রিটেনের শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে এলএলবি (LLB) ডিগ্রী অর্জন করেছেন তাদের কে লিংকনস্ ইনঃ
গ্রেইস ইনঃ
ইনার টেম্পল ইনঃ
মিডল টেম্পল ইনঃ থেকে
৯ মাস মেয়াদী BPTC
কোর্স করতে হয়। এই কোর্স করার পর সেখানকার প্রতিষ্ঠান থেকে তাদের যে সনদ দেওয়া হয়, সেই সনদ নিয়ে ব্রিটেনের আদালতে প্র্যাক্টিস করতে পারেন এবং তখন তাদের কে ব্যারিস্টার বলে অভিহিত করা হয়।
ইংল্যান্ড, ওয়েলস, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড মিলে যুক্তরাজ্য বা UK (United Kingdom)
যুক্তরাজ্যের আদালতে যারা আইন পেশায় নিয়োজিত বা আইন চর্চা করেন তাদের কে সহজ ভাষায় ব্যারিস্টার বলা হয় এবং যারা আদালতের বাইরে আইন পেশা নিয়ে কাজ কর্ম করে থাকেন তাদেরকে সলিসিডার বলা হয়ে থাকে।
একজন ব্যারিস্টার যখন যুক্তরাজ্য থেকে সনদ অর্জন করে বাংলাদেশে ফিরে আসেন, তখন ব্যারিস্টার মহোদয়কে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক নির্ধারিত ৩ ধাপের পরীক্ষার মুখোমুখি হতে হয় এবং উত্তীর্ন হওয়ার পরই কেবল বাংলাদেশের কোন আদালতে বা কোন প্রতিষ্ঠানে প্র্যাক্টিস করতে পারেন নচেৎ নয়!
তাই আমরা অনায়াসে বলতে বা ভাবতে পারি যে, একজন অ্যাডভোকেট ও একজন ব্যারিস্টার বাংলাদেশের আইন আদালতে আইন চর্চা বা প্র্যাক্টিস করার জন্য কম-বেশ করে দেখার সুযোগ নেই!
তবে একজন ব্যারিস্টার যেহেতু ব্রিটিশ ল (LLB, LLM) কোর্স করে (BPTC) কোর্স করে ব্যারিস্টারী ডিগ্রী লাভ করেন, সেহেতু তাকে সম্মান করা হয় অ্যাডভোকেট থেকে একটু আলাদা করে। যেহেতু ব্রিটেনের আদালতেবপ্র্যাক্টিস করার যোগ্যতা ব্যারিস্টারের বাড়তি যোগ্যতা হিসেবে মুল্যায়ন করা হয়ে থাকে।
কিন্তু বার কাউন্সিল সনদ না থাকলে একজন ব্যারিস্টারও বাংলাদেশের আদালতে প্র্যাক্টিস করার অযোগ্য বলে বিবেচিত হন।
লেখকঃ
এস এম মনিরুজ্জামান আকাশ
অ্যাডভোকেট, পাবনা জেলা ও দায়রা জজ আদালত, পাবনা।
kdaakash2021@gmail.com
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট