প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(চলনবিল,পাবনা)
(সুত্রঃ জোবায়দা শম্পা বিশ্বাস, পটুয়াখালী-কে উৎসর্গীত)
অনেক নির্ঘুম রাত কেটেছে কবিতার আঁচরে-
অনেক নির্ঘুম রাত কেটে গেছে যাতনার চিতায়,
আর কাটবেনা কোন রাত বিভৎস স্বপ্ন বাসরে-
ধুকবোনা আর কোন মোহের নিষ্ক্রিয় মায়ায়!
আর কোন অপরাধ নয় বিদায়ের এই ক্ষনে-
ভুল ভ্রান্তি যা কিছু আজ দিলাম সমর্পনে,
শিখেছি চলতে পথ; শিখে গেছি বলার ভাষা-
আর নয় তো কোন অবহেলায় জর্জরিত দশা!
আর নয়তো কোন ভুল বুঝে অবহেলা দান-
খোদার সৃষ্টি কুলে একমাত্র মানুষই মহান,
মহানুভবতার চরম শিক্ষা আজ গেছি ভুলে-
লোভ লালসার পরম আকাঙ্খায় সব কিছু ভুলে!
আমিতো যোগ্য নইগো! জেনো গেছো তুমি তা-
অনধিকার চর্চায় দেখিয়েছি যে কঠিন ধৃষ্ঠতা,
কথা বলেছি মুখের উপর যা নয় তাই বলে-
তুমিতো মহিয়সী রুপে গিয়েছো সব অকাতরে ভুলে!
আর কোন কথা হবেনাকো কঠোরতায় বাস্তবতায়-
তোমার প্রতি ক্ষমা চাইছি ক্ষমা করো গো আমায়,
আমি তোমায় বুঝতে পারিনি আপন মহিমায়-
ভুল বোঝাবুঝির কষাঘাতে ভুল বুঝোনা আমায়!
হয়তো তুমি মহত্বে মমত্বের পরিচয় দান করে-
রাখবে হৃদয়ে স্বমহিমায় ক্ষমার পরিসরে ধরে,
ক্ষমা চাই ক্ষমা করে দাও তুমি দ্বীপ্ত মহৎ প্রানে-
করো যাবো সদা নিরন্তর প্রার্থনা তব কল্যাণ ধ্যানে……
(তারিখঃ ১১ই মাঘ১৪২৮বঙ্গাব্দ
রাতঃ০১:৩০…
মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ,
চাটমোহর, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট