✍️কলমেঃ
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(চলনবিল,পাবনা)
(উৎসর্গঃ অ্যাডভোকেট শ্রী প্রদীপ হালদার,
জেলা ও দায়রা জজ আদালত, বরিশাল)
মানুষের মাঝে যদি প্রকাশ না পায় মানবিক আচরন-
তবে কেমন করে মানব সমাজে মানুষ করবে বিচরণ,
মানুষের পৃথিবীতে যদি মানুষ হয় একে-অপরের বোঝা-
তবে মানবতা বিপর্যস্ত হবে, রবেনা সমাজে শান্তি মজা!
মানুষের মাঝেই মানুষ থাকে-বাঁচে ভালোবাসায় বিশ্বাসে
প্রবঞ্চনা প্রতারনায় সমাজ ব্যবস্থা কুলুষিত হয় বসবাসে,
মানুষ খুঁজি মানবতায় মানুষ খুজি মানবিক আচারনে-
যদিও পাওয়া কষ্ট সাধ্য তবুও আশাবাদী পাবো জীবনে!
মানবিক মানুষ সময়ের প্রয়োজনে আত্মপ্রকাশ করে-
মানবিক মুল্যবোধে সমাজ ব্যবস্থাকে উপরে তুলে ধরে,
সমাজে বর্তমান মানুষ বড়ই আত্মনিমগ্নতায় বিজড়িত
করেনা কারো চিন্তা কেউ বোধের ভারে হয়ে নিবেদিত…
মানুষ মানুষের তরে হবে বিকশিত হবে প্রীতি প্রনয়ে-
মুছে দিতে দুঃখ বিষাদের ছাপ বিদগ্ধ বেদনা ব্যথা জয়ে,
হবে অসহায়ত্বে মাথার উপরে ছাদ,দেওয়াল ঝড়ের ক্ষনে-
রৌদ্রের প্রখরতায় বট বৃক্ষের সুশীতল ছায়া প্রশান্ত মনে!
মানবতা আজ বাস্পিত হচ্ছে তরল থেকে কঠিন বেগে-
পৃথিবীর আয়ু রেখাও যাচ্ছে ফিঁকে নিঃরস যোগ-বিয়োগে,
মানবতা মানসিকতা আজ বলেনা শৈশবের দীপ্ত কথা মালা-
মানুষ আজ মানবতাবাদী নয় ভেবে-ভেবে কেটে যায় বেলা…
(তারিখঃ ১৬-০৯-২০২৩)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট