✍️কলমেঃ প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(চলনবিল,পাবনা)
(সুত্রঃ মারুফা আক্তার বিথী,আবু তালেব সরকার উচ্চ বিদ্যালয়-কে উৎসর্গীত)
তৃপ্ত হৃদয়ের মর্মরে জাগে সুখ অনুভূতি-
জাগে শিহরন নাচে হৃদয় বাড়ে প্রেম প্রীতি,
ভালো লাগা এবং মন্দ লাগা সবি অনুভূতির ফল-
অনুভূতি পুর্ন হলে হৃদয়ে বাড়ে মনোবল!
হাজার হৃদয়ের সাথে রোজ উঠা-বসা করে-
সুখ-দুঃখের অনুভূতিকে অনেকে রাখে ধরে,
দেখে স্বপ্ন আত্ম নিমগ্ন থাকে বাস্তবতায়-
আমার মন কখনো তাদের পথে না ধায়!
হাজার হৃদয়ের অনুভূতি হাজার রকমের-
আপন চাওয়া পুর্ন করতে ভাবেনা হের ফের,
কারো দুঃখের স্মৃতি কারো সুখের স্মৃতি ভালোলাগে-
অনুভূতিহীন কবিতায় কবির অনুভূতিই না জাগে!
ভালোবাসা স্বপ্ন সাধনা সবই অনুভূতির রুপ-
নাম বদলে অনুভূতির প্রভাব ব্যস্ত বিরুপ,
দুঃখ কেহ-কেহ পায় এ ভবে সুখ চেয়েও বুকে-
সুখের অনুভূতি নিবৃত করে অপ্রত্যাশিত দুঃখে!
সুখ-দুঃখ হাসি-কান্নার সকল অনুভূতি-
করেছে মানব জীবনে দান মহত্ব বিস্মৃত স্মৃতি,
হাজার হৃদয়ের বীণায় প্রকাশিত অনুভূতি-
দিয়েছে যে আজ আমায় কবির স্বীকৃতি……
(লিপিবদ্ধঃ পহেলা এপ্রিল ২০০৭ইং
এভিনিউ-৫,মিরপুর-১০,ঢাকা-১২১৬, রাত-০৮:২২—-০৮:৩৭.)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট