প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ
(চলনবিল,পাবনা)
(সুত্রঃ মোঃ মোহসীন,
শাখা অপারেশন ব্যবস্থাপক,
পূবালী ব্যাংক লিমিটেড,
কেডিএ এভিনিউ শাখা,
খুলনা-কে উৎসর্গীত)
সুহৃদ আমার অনুরক্ত প্রীতি বৎসলে আসক্ত-
আমি হয়ে গেছি সুহৃদের প্রীতি আচরনে ভক্ত,
করেছে মন জয় কোন কিছুর বিনিময়ে নয়-
ভাবি হয়তো ছিলো তাঁর সাথে জান্নাতে পরিচয়!
চলছে তাঁর সাথে বাকপটুতা এ হৃদয়ের টানে-
মনের ঘরের পড়শী যে সেইতো থাকে প্রানে,
অমায়িক সদালাপী প্রিয়জন বিমুগ্ধ ব্যবহারে-
কথার ছলেই কাউকেই সহজেই আপন করে!
সুহৃদ আমার সহপাঠী বন্ধু ভাই বা তারও বেশি-
হয়তো থাকবে এ বন্ধন অনাদিকাল দিবানিশি,
উভয়ের আত্মার মাঝে যে অকৃত্রিম আকর্ষনে-
গড়েছে সুহৃদ নামের এক অনুচ্চারিত বন্ধনে…
কত দিন রবে অনুভবে-বাস্তবে নিঃশ্বাসে বিশ্বাসে-
সুহৃদ শব্দের তাৎপর্য ভাবগাম্ভীর্য বিষাদে-হরষে,
উভয়ের অযাচিত মন ও অনুভূতির মুল্য দানে-
থাকবে হবে একে অপরের প্রতি সহিঞ্চু সম্মানে!
হয়তো সময়ের প্রশ্নে সময়ের ব্যবহারে রোজ ভাবি-
সুহৃদ শব্দের মন মগজে রয়েছে কি সম্প্রীতির দাবি,
অটুট থাকুক সুহৃদ নাম ভালোবাসার অটুট মায়ায়-
অমরত্ব লাভ করুক সুহৃদ নাম প্রভূর রহমত ছায়ায়!
লক্ষ কোটি টাকার চেয়ে দামী সুহৃদ নামের বিশেষন-
সুহৃদ শব্দের মাঝে রয়েছে লুকিয়ে নিঃস্বার্থ স্বজন,
চির অম্লান হোক জাগ্রত বোধে হৃদয়ের মহামিলন-
হৃদয়ে রেখো হে সুহৃদ প্রতিদান বিহীন মোহনীয় ক্ষন……
(লিখিতঃ ৩০-০৯-২০২৩ ঈশায়ী,শনিবার,
সন্ধ্যাঃ ৭:১০__৭:৩০,
মহকক, চলনবিল,পাবনা-৩)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট