ডাঃএস এম মনিরুজ্জামান আকাশ
(পরিচালক-
বেগম খোদেজা আহম্মদ দাতব্য চিকিৎসালয় ও মায়ের আঁচল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টার,
পাবনা)
(উৎসর্গঃ যার নামে লেখা এ কাব্য সেই স্বার্থপন বন্ধু-কে)
খুঁজে ফিরি তোমারে কোথায় তোমার ধ্যান-
তুমি কি পারোনা বুঝতে কে প্রেমিক মহান,
পেতে ছোঁয়া মুক্ত প্রাণে লিখি যে কবিতা-
তুমি বুঝতে পারোনি কি মনেরও মিতা !
কত যে স্বপ্ন আঁখি পাতে মুদ্রিত আছে-
দেখাবো সকলি পেলে তোমায় কাছে,
বুঝবে তুমি ভালোবাসা কি!কারে কয়-
আসে গো জীবনে যদি সে ক্ষণ মধুময়!
পেতাম যদি বক্ষে বাহুতে তব আপন করে-
রাখতাম তোমায় প্রেম সোহাগে আত্মায় ধরে,
বাসতাম ভালো তোমায় সকাল-দুপর-সাঁঝে-
পেতে আমায় নয়ন মুঁদে তব হৃদয় মাঝে!
কাব্য সম্ভার উৎসর্গীত সবই তোমার নামে-
হবো মহান প্রেমিক নিত্য তোমার প্রেমে,
আঁচরে আঁচরে সাজাবো তোমার যত ছবি-
তোমায় নিয়ে কাব্য লিখে হবো প্রেমিক কবি!
বেড়ে যাবে প্রেম যত তোমায় না পেলে-
প্রমাণ পাবে’ প্রেমের তুমি না দেখা দিলে,
কাগজ-কলমের ছোঁয়ায় খুঁজে ফিরি তোমারে-
ভাবি! কবে পাবো তোমায় আমার হৃদয় বাসরে!
পূর্নতায় ফিরে এসো তুমি এ প্রেমিক প্রাণে-
শোকাতুর-মুসাফির আজ আমি তোমার ধ্যানে,
আছো তুমি কল্পালোকে;রবে প্রেম স্বত্ত্বা জুড়ে-
আজ অবধি যত কাব্য লেখা সবই তোমার তরে!
(রচনাকালঃ১২ই ফেব্রুয়ারী ২০০৮ইং রাত-১২:৫০__০১:১৫,কচুগাড়ী
(IJAR)
ডাক: কুয়াবাসী,চাটমোহর,
পাবনা-৬৬১০)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট