আল-হুদা মালী সাতক্ষীরা শ্যামনগর প্রতিনিধি :
বাংলাদেশের সর্ব দক্ষিণে শ্যামনগর উপজেলা বুড়িগোয়ালিনী ইউনিয়ন নীলডুমর গ্রামের আমজাদ হোসেন মোল্লার ছেলে এম,এ হালিম সাংবাদিক হিসাবে মনোনীত হয়ে ৩ দিনের জন্য রাজধানীতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন।
আগামী বৃহস্পতিবার ৫ই অক্টোবর ঢাকাস্থ এসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এন্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) কার্যালয়ে। এম, এ হালিম উপকূলীয় অঞ্চলে দীর্ঘদিন সাংবাদিকতার সাথে নিজেকে উৎসর্গ করে দৈনিক পত্রদূত পত্রিকার উপকূলীয় প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবং উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি ও উপকূলীয় বার্তা একটি অনলাইন নিউজ পোর্টালের নির্বাহী সম্পাদক।
সাতক্ষীরা উপকূলের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ গণমানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরায় দেশে ও দেশের বাইরে বিভিন্ন মহলে সমাদৃত হয়েছেন।
উপকূলের ভূমি, জলা ও বনে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ভূমিকা বিষয়ে ঢাকায় সাংবাদিকদের প্রশিক্ষণে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত থাকবেন সেখানে। ৩ দিন ব্যাপী কর্মশালায় ঢাকা ও ঢাকার বাইরে ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার নির্ধারিত গণমাধ্যম কর্মীদের আমন্ত্রণের মাধ্যমে কর্মশালার যোগদানের সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন, উপকূলীয় প্রেসক্লাবের সকল কলম সৈনিক সদস্যরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট